adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বভারতীতে ধর্ষিত বাংলাদেশি ছাত্রী

বিশ্বভারতীতে ধর্ষিত বাংলাদেশি ছাত্রীডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গে কবিগুরুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত সফিকুল ইসলামও বাংলাদেশি, তিনি ওই ছাত্রীর স্থানীয় অভিভাবক ছিলেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের বোলপুর থানা পুলিশ। 
গতকাল শনিবার বোলপুর মহকুমা আদালত অভিযুক্তকে ৩ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ করেন পিএইচডি গবেষণারত ছাত্র সফিকুল। তারা দু'জনই পারিবারিকভাবে পূর্বপরিচিত। সে সূত্রে ছাত্রীটি বাংলাদেশ থেকে গিয়ে বিশ্বভারতীতে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে তার স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন ওই গবেষক। ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে থাকেন। ছাত্রীর অভিযোগ থেকে জানা যায়, ৫ মাস আগে ওই গবেষক ছাত্রীটিকে ক্যাম্পাসের বাইরে তার পশ্চিম গুরুপল্লীর একটি মেসে নিয়ে ধর্ষণ করেন। গোপনে তা ভিডিও ক্যামেরায় ধারণও করা হয়। এর কিছুদিন পর থেকে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন ছাত্রীটিকে ধর্ষণ করেন ওই গবেষক। 
সম্প্রতি ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনও শুরু করেন। সপ্তাহখানেক আগে ছাত্রীটি বাংলাদেশে তার পরিবারকে ফোনে সব জানায়। এরপর ছাত্রীর বাবা শান্তিনিকেতনে গিয়ে গত শুক্রবার পুরো বিষয়টি পাঠভবন কর্তৃপক্ষকে জানান। ওই দিনই কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে বোলপুর থানায় সফিকুলের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ দায়ের করেন নিপীড়নের শিকার ছাত্রী। রাতেই মামলার তদন্ত কর্মকর্তা অশোক মাহাতো অভিযুক্ত গবেষককে পশ্চিম গুরুপল্লীতে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় তার একটি ল্যাপটপ, ৫টি পেনড্রাইভ, ২টি মোবাইল ফোন ও বেশকিছু সিডিসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 
বোলপুর মহকুমা পুলিশ কর্মকর্তা সূর্যপ্রসাদ যাদব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলেও জানান তিনি। অভিযুক্ত গবেষক বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। মেয়েটির সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। এটা শান্তিনিকেতনের অনেকেই জানে।

অভিযুক্ত এবং অভিযোগকারিণী উভয়কেই বোলপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা করানো হয়। পরে দু'জনকে আদালতে নিয়ে পুলিশ অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। এতে ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ নন্দী ৩ দিনের হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত গবেষকের বিরুদ্ধে পুলিশ সংশ্লিষ্ট ধারায় ধর্ষণ, বেআইনিভাবে আটকে রাখা, শ্লীলতাহানি, আঘাত করা ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া