adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রথমবার এসেছি, কিন্তু শেষবার নয়’

10502067_312361795598552_5679372089538113289_n

গোলাম মোর্তোজা : ‘প্রথমবার এসেছি, কিন্তু শেষবার নয়।’
‘রিন পাওয়ার হোয়াইট ‘এর একটি বিজ্ঞাপন দেখানো হচ্ছে টেলিভিশনে।
প্রথম মাসের বেতন পেয়ে মেয়ে তার মাকে নিয়ে এসেছে একটি বড় সম্ভবত পাঁচ তারকা হোটেলে ।
হোটেলের সিকিউরিটি মেয়েটির পোষাক নিয়ে তাচ্ছিল্য করে বলছে, পোষাক দেখেছ, মনে হয় প্রথমবার এসেছে!
একজন নারী -একজন মানুষের জন্য অত্যন্ত অসম্মানজনক
এই মন্তব্য। শিক্ষিত, ভালো চাকরি -উপার্জন করা মেয়েটি তাচ্ছিল্যকর মন্তব্যের প্রেক্ষিতে, শরীরের চাদর খুলে প্রমাণ করছে যে, সে ভালো পোষাক পড়ে এসেছে। শরীরের চাদর সরিয়ে তাকে বলতে হচ্ছে, ‘প্রথমবার এসেছি, কিন্তু শেষবার নয়। ‘
শরীরের চাদর না সরিয়ে সে, প্রতিবাদ করছে না!
অত্যন্ত অমর্যাদাকর, আপত্তিকর, অপমানজনক একটি বিজ্ঞাপন,
অবাধে চলছে রাস্ট্রীয় টেলিভিশনসহ চ্যানেলগুলোতে!
অর্থের কাছে সব কিছু কেমন বিক্রি হয়ে যাচ্ছে!! -ফেইসবুক থেকে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া