adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬৯টি গণশৌচাগার রাজধানীর কোটি মানুষের জন্য

গণশৌচাগারের দাবিতে মানববন্ধন (ছবি : মেহেদী জামান)নিজস্ব প্রতিবেদক : চাকরি, ব্যবসা, শিক্ষা, চিকিতসাসহ নানা প্রয়োজনে রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় এক কোটি মানুষ বাসা থেকে বের হন। মলমূত্র ত্যাগের জন্য শৌচাগার প্রয়োজন। কিন্তু ঢাকা নগরীতে গণশৌচাগার আছে ৬৯টি, যা চাহিদার তুলনায় খুবই কম।
বুধবার ‘বিশ্ব টয়লেট দিবস’ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্টসহ ১১টি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন। মানববন্ধনের মূল স্লোগান ছিলো ‘জনসমাগমস্থানে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা পাবলিক টয়লেট চাই।’
মানববন্ধনে বক্তারা বলেন, পাবলিক টয়লেট যা আছে সেগুলোর অবস্থা করুণ। দরজা নেই, ছিটকিনি নেই, পর্যাপ্ত আলো-বাতাস নেই, বিদ্যুৎ নেই, অপরিস্কার, ময়লা, দুর্গন্ধ, ছাদ চুঁইয়ে পানি পড়ে, ময়লা পানি জমে থাকে, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ফলে এসব শৌচাগার ব্যবহারে মানুষকে সংকটের মধ্যে থাকতে হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ বাচাঁও আন্দোলনের চেয়ারম্যান পরিবেশবিদ আবু নাসের খান, ডাব্লিউবিবি ট্রাস্টের অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়না, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান, নাগরিক সংরক্ষণ ফোরামের মো. হাফিজুর রহমান, বিসিএইচআরডির মো. মাহাবুবুল হক, ফুয়ারার রেহানা জামান চৌধুরী, মডার্ণ ক্লাবের সভাপতি আবুল হাসনাত ।
বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী হলেও পাবলিক টয়লেটগুলোতে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। বিশ্বের বিভিন্ন দেশে নগরের মানুষের শৌচাগার ব্যবহার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সরকার শহরে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে শৌচাগার নীতিমালা করেছে। শৌচাগার সরকারি তদারকিতে পরিচালিত হয়। নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থার কথা রয়েছে। কিন্তু ঢাকা নগরীতে শৌচাগার ব্যবহারে কোন রকম নীতিমালা মানা হয় না।
তারা আরো বলেন, পাবলিক টয়লেট নিশ্চিত করা সিটি কর্পোরেশনের আইনি দায়িত্ব। হাজার কোটি টাকা সিটি কর্পোরেশনের বাৎসরিক বাজেট হলেও কর্পোরেশন নগরে গুটি কয়েক পাবলিক টয়লেট ব্যবস্থাপনা করতে পারছে না। অর্থ দিয়ে যদি মানুষকে পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়, তবে জনগন কেন স্থানীয় সরকারকে ট্যাক্স দেবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অন্যান্য জনসমাগমস্থল তৈরির সময় বিনামূল্যে পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করার শর্ত আরোপ করতে হবে। এছাড়া পাবলিক টয়লেটগুলোর অবস্থা নিয়মিত পর্যবেক্ষনের ব্যবস্থা নিতে হবে। পরে তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া