adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে দুর্ঘটনাকবলিত ৫ গাড়ি- আহত ২০

আহত এক ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে (ছবি : সাকিব)ডেস্ক রিপোর্ট : সাভারের রাজফুলবাড়িয়ায় যাত্রীবাহী দুইটি বাস, একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন।
 
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে আধা ঘণ্টা ওই রুটে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি গুলোর মধ্যে মাইক্রোবাসটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।
 
মাইক্রোবাস যাত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক খন্দকার মোখলেসুর রহমান জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কিছুটা যানজট ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাহজাদ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুরগামী এস এম পরিবহণের যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে এস এম পরিবহণের বাসটি সিমেন্ট বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। ট্রাকটি গিয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ গাড়ির ২০ জন আহত হন।  
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ এসে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর সকাল ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া