adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল সোনালী অতীত ক্লাবের ফুটবল উতসব

02ক্রীড়া প্রতিবেদক : সাবেক ফুটবলারদের প্রতিষ্ঠান সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্র“পের পৃষ্ঠপোষকতায় আগামীকাল ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে “ম্যাক্স অনূর্ধ ১০-১২ ফুটবল উতসব। প্রথমবারেরমত আয়োজিত ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপি এই ফুটবল উতসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে। আগামীকাল  শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ক্ষুদে ফুটবলারদের এই ফুটবল উতসবের খেলা। সেভেন এ সাইড ফুটবল উতসবে প্রথম খেলায় মুখোমুখি হবে সখিপুর ফুটবল একাডেমি ও আরামবাগ ফুটবল একাডেমি। তবে সকাল ১০টায় সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই ম্যাক্স অনূর্ধ ১০-১২ ফুটবল উতসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্র“পের এমডি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। আরো উপস্থিত থাকবেন সোনালী অতীত ক্লাবের সভপতি বাদল রায় ও সেক্রেটারি শেখ মোহাম্মদ আসলামসহ অন্যান্যরা। ক্ষুদে ফুটবলারদের এই উতসব উপলক্ষে আজ শুক্রবার সোনালী অতীত ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্লাব কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের সভাপতি বাদল রায়, সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ আসলাম, সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, ম্যাক্স গ্র“পের প্রতিনিধি মনজুরুল ইসলাম মনজু, সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সম্পাদক আহসান উল্লাহ মন্টু ও বাফুফের কোচ নুরুল হক মানিকসহ অন্যরা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ৪টি গ্র“পে বিভক্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।      

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া