adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিতসক নিজেই ইবোলায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইবোলার রোগের চিকিতসক নিজেই ইবোলায় আক্রান্ত হলেন। যিনি চিকিতসা দিয়ে রোগী সেরে তুলতেন, তার ভাগ্যেই কিনা জুটলো এই রোগ। তাও আবার যুক্তরাষ্ট্রের নাগরিক। পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশ গিনি থেকে ফেরা এই  মার্কিন চিকিতসক ইবোলায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিতসকের নাম ক্রেগ স্পেনসার। 
তিনি গিনিতে দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) হয়ে ইবোলা রোগীদের চিকিতসা সেবা দিতেন।  স্পেনসার নিউইয়র্কের প্রথম ও যুক্তরাষ্ট্রের চতুর্থ ইবোলা আক্রান্ত ব্যক্তি।
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে মারাত্মক এই ভাইরাসে এ পর্যন্ত ৪,৮০০ বেশি মানুষ নিহত হয়েছেন। ৩৩ বছর বয়স্ক ডা. স্পেনসার গত ১৪ অক্টোবর গিনি ছাড়েন একং ইউরোপ হয়ে ১৭ অক্টোবর দেশে ফেরেন। বৃহস্পতিবার তিনি ক্লান্তি অনুভব করেন এবং জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন।
এরপর তাতক্ষণিকভাবে তাকে স্থানীয় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া