adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারদেল্লি জাদুতে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

গোলের পর উচ্ছ্বসিত ব্রাজিলের তারদিলনিজস্ব প্রতিবেদক : আর্জেন্টিনা  ও ব্রাজিল ম্যাচ মানেই বিশ্বজুড়ে উত্তেজনা। ম্যাচটি প্রীতিম্যাচ হলেও মাঠে গড়ানোর আগে বিশ্বজুড়েই উত্তেজনার পারদ ছড়িয়েছিলো ঠিকই। কিন্তু ব্যক্তি মেসি আর নেইমার হতাশ করেছেন তাদের ভক্তদের। বেশিরভাগ সময় নিজ নিজ দলের জয়ের পেছনে দুই খেলোযাড়ের মুখ্য ভূমিকা থাকে। তারা নিজেরা গোল করেন আর সতীর্থকে দিয়ে গোল করান। আজ ম্যাচের সে রকম কোনো দৃশ্যই দেখতে পাননি ভক্তরা। তারদেল্লির জোড়া গোলে ব্রাজিল জিতেছে বলে নেইমার ভক্তরা সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু মেসি এদিন ভীষণ হতাশ করেছেন ভক্তদের। নিজেও গোল করতে পারেননি, সতীর্থদেরও কাজে লাগাতে পারেননি। এক গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরাতে সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু পেনাল্টি থেকে শট নিয়ে বল গোলরক্ষকের হাতে ধরিয়ে দেন। মেসির এ ব্যর্থতা আর্জেন্টিনা ভক্তদের হƒদয় ভেঙে দেয়ার মতই ঘটনা।
এদিকে তারদেল্লি জাদুতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ।খেলার প্রথম ১৫ সেকেন্ডের মাথায়ই প্রথম গোল উদযাপনের সম্ভাবনা তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু ডি-বক্সের মাঝখান থেকে ডান পায়ে শট নিয়েও হতাশায় মুষড়ে পড়েন ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো। ম্যাচের প্রথম ফাউলে অভিযুক্ত হন আর্জেন্টিনার এরিক লামেলা।

তিন মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া লম্বা শট নিলেও কোনো উদযাপনের সুযোগ পায়নি তার দল। খেলার ৯ মিনিটের মাথায় আবারও সুযোগ পেয়ে ব্যর্থ হন আগুয়েরো। ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ে শট নিয়ে সেটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। মিনিট কয়েক পর ডেভিড লুইজের বাড়িয়ে দেওয়া বল নিয়ে একাই আর্জেন্টাইন জাল ভেদ করার প্রচেষ্টা চালান উইলিয়ান। কিন্তু কারও সহযোগিতা না পাওয়ায় গোলবারের ২৫ গজ কাছে গিয়েও বিপক্ষের ডিফেন্সের কাছে পরাস্ত হন তিনি।
এরপর বেশ কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ চলে। তবে ২৮ মিনিটের মাথায় উদযাপনের সুযোগ আসে ব্রাজিলের দ্বারে। কর্নার হয়ে আসা বল ডি-বক্সের বামপাশ থেকে দিয়েগো তারদেল্লির ডান পায়ের নেওয়া শটে গোল উদযাপন করে ব্রাজিল। অবশ্য, কর্নার হয়ে আসা বলটি ক্লিয়ার করতে চেয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার জাবালেতা ও ফার্নান্দেজ। কিন্তু তাদের বিভ্রান্তিতে ফেলে হাসেন শেষ পর্যন্ত তারদেল্লিই।
এরপর আবারও চলে আক্রমণ পাল্টা আক্রমণ। এরই মধ্যে ৪০ মিনিটের মাথায় বল নিয়ে ডি-বক্সের দিয়ে ছুটে যান ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার ডি মারিয়া। কিন্তু তাকে ফেলে দিয়ে হলুদ কার্ড হজম করেন দানিলা। আর এই ফাউলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু তারদেল্লির গোল শোধ করতে পেনাল্টি পেলেও তা একেবারেই আনাড়ির মতো হাতছাড়া করে ফেলেন ‘বিস্ময়বালক’ মেসি। তিনি একেবারে গোলরক্ষকের হাতে তুলে দেন বল। এ কারণে হতাশায় মুষড়ে পড়া আর্জেন্টিনাকে বিরতির আগ মুহূর্ত পর্যন্ত বেশ অগোছালো দেখা যায়।
বিরতি শেষে আর্জেন্টিনা সমতায় ফেরার লড়াইয়ে নামলেও জয়ের ব্যবধান বাড়াতে ব্রাজিলকে অনেক বেশি আক্রমণাত্মক খেলতে দেখা যায়। ফলে ৬৪ মিনিটের মাথায় আরেকটি গোলের সুযোগ। এবারও উদযাপনের উপলক্ষ্য তৈরির কারিগর সেই তারদেল্লি।  অস্কারের নেওয়া কর্নার কিকে দুর্দান্ত হেডে আর্জেন্টাইন জালে পাঠিয়ে উদযাপনে মেতে ওঠেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা দল আরও বেশি এলোমেলো হয়ে পড়ে। আর এই সুযোগে আক্রমণের পর আক্রমণে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিতে থাকে ব্রাজিল।

খেলার ৭৯ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ডিফেন্স ভেদ করে বল নিয়ে ডি-বক্সে ঢুকে যেতে উদ্যত হন মেসি। তবে তার আগেই ব্রাজিলিয়ান এলিয়াস তাকে ফাউল করে ফেলে দেন। এতে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিন্তু তা থেকে কোনো ফায়দা হাসিল করতে পারেননি মেসি। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়াম খ্যাত বার্ড নেস্টে মেসি-নেইমারদের এ প্রীতি দ্বৈরথ শুরু হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া