adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরানে রক্ষা অ্যাতলেতিকোর

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিসেন্তে কালদেরন মাঠে অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল জুভেন্টাসের। আরদা তুরানের একমাত্র গোলে জয় পায় অ্যাতলেতিকো। স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকোর সামনে যখন ইতালির জায়ান্ট জুভেন্টাস, তখন সেটিকে হাইভোল্টেজ ম্যাচই বলা চলে। আর হাইভোল্টেজ এ ম্যাচে শুরু থেকেই চরম উত্তেজনা বিরাজ করেছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে আন্দ্রে পিরলোর ইনজুরির কারণে তাকে বাইরে রেখে জুভেন্টাস মাঠে নামে পূর্ণ শক্তির দল নিয়ে। অন্যদিকে, ইতালির জায়ান্টদের বিপক্ষে মাঠে নামে মিরান্ডা, গোডিন, কোকে, থিয়াগো, রাউল গ্রাসিয়ারা। কিন্তু তারপরও জুভেন্টাসের তারকাদের সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি অ্যাতলেতিকোর। তবে, ম্যাচের ২৪ মিনিটে একটি সুযোগ এসেছিল অ্যাতলেতিকোর সামনে। ২৫ গজ দূর থেকে মানজুকিচের শটটি ফিরিয়ে দেন জুভেন্টাসের সেরা গোলরক্ষক বুফন। প্রথমার্ধে দিয়েগো সিমিওনের দলকে হতাশ করে দিয়ে ২৫০টি ছোট ছোট পাসে ৬৮ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছিল জুভেন্টাস। গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের দেখা পেতে বেশ ঘাম ঝড়াতে হয় অ্যাতলেতিকোকে। ম্যাচের ৭৪ মিনিটে অবশেষে গোলের দেখা মেলে তাদের। আরদা তুরানের গোলে লিড নেয় অ্যাতলেতিকো। জুয়ানফ্রানের অ্যাসিস্টে গোলটি করেন তুরান। তুরানের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় অ্যাতলেতিকোর। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ত্যাগ করে তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া