adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসার ‘শান্তি’ পানি সমাচার

তোফাজ্জল হোসেন : কথায় বলে পানির অপর নাম জীবন। আর এই জীবন নিয়েই শুরু হয়েছে রমারমা বাণিজ্য। ঢাকা ওয়াসার বোতলজাতকৃত ‘শান্তি’ পানি সরকারি বিশেষ সেমিনার ছাড়া অন্য কোথাও দেখা যায় না। এ কারণে সরকার প্রতিবছর ‘শান্তি’ পানির প্রকল্পে কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে। এই লোকসান কাটিয়ে উঠার জন্য গতবছর ‘শান্তি ’পানির বাজার প্রসার ঘটানোর লক্ষ্যে মিরপুর শান্তির বিক্রয় কেন্দ্র উদ্ধোধন করেন। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এর পরেও ‘শান্তি’ পানির বাজার প্রসার ঘটেনি। কারণ, চাহিদার বাইরে পানি বাজারজাত করা হয় না বলে জানান ‘শান্তি’ পানির প্রকল্প পরিচালক ওহিদুল ইসলাম মুরাদ। তিনি বলেন, প্রতিদিন ২০ হাজার বোতলজাত পানি বিক্রি করা হচ্ছে। 
ওয়াসার সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, নগরীর বাসিন্দারা ওয়াসার পানির উপর নির্ভরশীল। তবে এই পানি কতটা নিরাপদ ও স্বাস্থ্য সম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে নগরবাসীর মধ্যে। কিন্ত ‘শান্তি’ পানি বাজারজাত করার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একারণে প্রকল্পটি প্রতিবছর কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে। অথচ বিশুদ্ধ পানির নামে বিক্রি হচ্ছে দূষিত পানি। ওয়াসার পানি বিশুদ্ধ করে তা সরবরাহ করা নিষিদ্ধ হলেও এই পানি ব্যবসাকে ঘিরে রাজধানীতে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র। যারা হরহামেশাই প্রতারণা করছে নগরবাসীর সঙ্গে। সেই সঙ্গে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। ওয়াসার বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করে নিরাপদ পানি বলে চালিয়ে দিচ্ছে চক্রটি।  অথচ এক শ্রেণীর লোক ওয়াসার পানিকে ‘মিনারেল ওয়াটার’ বলে নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, বাসাবাড়ি, দোকান ও রেঁস্তোরাতে সরবরাহ করে আসছে। ‘জার’ নামক প্লাস্টিক কন্টেইনার ভরে এই পানি বিক্রি করা হচ্ছে। একটি শক্তিশালী চক্র কম দামে বেশি পানির প্রলোভন দেখিয়ে এ পানি বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে ।
জানা  গেছে,  রাজধানীর বিভিন্ন স্থানে ওয়াসার লাইন থেকে পানি প্রথমে জারে সংগ্রহ করা হয়। পরে কোনরকম পরিশোধন ছাড়াই জারের মুখগুলো মেশিনের সাহায্যে সিল করে ‘বিশুদ্ধ পানি’ বলে বিক্রি করা হচ্ছে। আর এতে ওয়াসার এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসেই এই পানির  কেনাবেচা চলছে।
রাজধানীর মতিঝিল চা বিক্রেতা  সোনা মিয়া জানান, একটি পানির জারে প্রায় ৪০ লিটার পানি থাকে। আমরা ২৫  থেকে ৩০ টাকায় জার ভর্তি পানি কিনি। এই পানি যারা সরবরাহ করে তারা সরাসরি ওয়াসার পাইপ লাইন থেকে সরবরাহ করছে বলে শুনেছি। তিনি জানান,আসলে ওয়াসার পানি ব্যবহার যোগ্য হলে ফুটানো ছাড়া খাওয়ার যোগ্য নয়। এ দাবি খোদ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই)। পানিকে বিশুদ্ধ করার জন্য রাজধানীতে বিভিন্ন যন্ত্র ও মেশিন বিক্রি হচ্ছে। এসব  মেশিন পানি সঠিকভাবে পরিশোধন করতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মেশিন পানির মধ্যে বিদ্যমান উপাদান আয়রন,জিঙ্ক,  ক্লোরাইড, ম্যাংগানিজসহ গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে অনেকসময় নষ্ট করে  দেয়। পানি বিশুদ্ধ করার  ক্ষেত্রে ক্লোরিণও  দেয়া হয় না। পানিকে সঠিকভাবে পরিশুদ্ধও করতে পারে না। সম্প্রতি মালিবাগে অবৈধ লাইন থেকে ওয়াসার পানি সরাসরি জারে ভর্তি করে বাজার জাত কারার অভিযোগে ওয়াসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট খলিলুর রহমান অবৈধ সংযোগ বিছিন্ন করার সময় মেজিষ্ট্রেটের সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা হুমকি দিয়েছে। তার পরেও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবৈধ পানির লাইন বিছিন্ন করেছে। 
আইসিডিডিআরবির একজন চিকিৎসা বলেন, এ ধরনের পানি পান করলে ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ বিভিন্ন ধরণের রোগ ব্যাধি হতে পারে। তাই সরকারের উচিত এ ধরনের পানি বিক্রির রাজধানীর ফকিরেরপুল ওয়াসা কার্যালয়ে গিয়ে দেখা  গেছে, কার্যালয়ের ভিতরে অবস্থিত মসজিদের অজুখানা থেকে সারাদিনই পানি নিচ্ছে বিভিন্ন পেশার মানুষ। ওয়াসাকে ম্যানেজ করেই এ পানি নেয়া হচ্ছে। একই কায়দায় মৌচাক মার্কেটের পেছনের ঢাকা ওয়াসার পাম্প  থেকে জার ভর্তি করে বিশুদ্ধ পানি বলে বিক্রি করছে আশপাশের ছোট-বড় দোকানিরা। বকশিসের বিনিময়ে পাম্প অপারেটররা তাদের পানি দিচ্ছে।
জানা গেছে, নোংরা পরিবেশে প্রতিনিয়ত পানি  বোতলজাত করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। রাজধানী জুড়ে সরবরাহকৃত এসব পানি নিয়ে নানা অভিযোগ থাকলেও সরকার বা ওয়াসার পক্ষ থেকে তেমন কোনো অভিযান হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এধরনের পানি কখনই বিশুদ্ধ হতে পারে না। তারা বলছেন, প্লস্টিক পাত্রে পানি বেশি দিন ব্যবহার করলে তাতে ‘কলিফর্ম’ নামক এক ধরনের জীবাণু ও শেওলা জš§ায়, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এবিষয়ে ঢাকা ওয়াসার একজন পদস্থ  নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ওয়াসার পানি জার ভর্তি করে পানি সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ এ ধরণেনের কাজ করে থাকেন তা অপরাধ। যদি কেউ বৈধভাবে নিজস্ব নিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহ করে তাতে সমস্যা নেই। এসব অপরাধের বিরুদ্ধে ঢাকা ওয়াসার ভ্রম্যমান আদালত কাজ করে যাচ্ছে। আর ভ্রম্যমান আদালত মাঝে মধ্যে  প্রভাবশালীদের  কারণে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া