adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা- বন্যায় ১২০৫টি স্কুল বন্ধ

bangladesh-floods-1-638দেলওয়ার হোসাইন : বন্যার কারণে দেশের ২০টি জেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১২০৫টি স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানায়, বন্যার কারণে দেশের ২০টি জেলায় ৯৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বন্ধ হওয়ার পাশাপাশি নদীর বাঁধ ভেঙে প্রায় ধ্বংসের পথে রয়েছে বেশ কিছু স্কুলভবন।
এছাড়া অনেক স্কুল বন্যাদুর্গতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহƒত হওয়ায়  সেগুলোর শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রস্তুতি গ্রহণে মারা¬কভাবে ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্ট শিক্ষকরা। বন্যার কারণে এত বেশি সংখ্যক স্কুল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগও প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, বন্যার কারণে যেসব স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে ওইসব স্কুলের অবস্থা সম্পর্কে আমরা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি। এছাড়া বিকল্প কি উপায়ে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া যায় সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
 এবিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া স্কুলগুলোর আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। এছাড়া খুবই দ্রুত বিকল্প পদ্ধতীতে শিক্ষা কার্যক্রম চালু করার চেষ্টা করছি।
তবে শিক্ষকরা বলছেন, এসব স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় আগামীতে অনুষ্ঠিতব্য প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রস্তুতি মারাত্ম ক্ষতিগ্রস্ত হবে। আগামী নভেম্বর মাসে এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কুড়িগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার বলেন, দুই সপ্তাহ ধরে স্কুল বন্ধ রয়েছে। এ অবস্থায় নভেম্বরে পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা কীভাবে তাদের সিলেবাস শেষ করবে এ নিয়ে আমরা উদ্বিগ্ন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া