adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মনের দুঃখে বলছি – আমরা আইন করি, ফাঁকফোকরও রাখি’

মুহিত {focus_keyword} আমরা আইন করি, ফাঁকফোকরও রাখি 49 e1404729790490নিজস্ব প্রতিবেদক : আর্থমন্ত্রঅ আবুল মাল আবদুল মুহিত আক্ষেপ করে বলেছেন, ‘আমরা আইন করি আবার ফাঁকফোকরও রাখি নিজেদের জন্য।  বুধবার দশম জাতীয় সংসদে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ‘আমি কথাগুলো মনের দুঃখে বলেছি।
অর্থমন্ত্রী বলেন, আমরা এতবেশি দুর্নীতিতে লিপ্ত যে, কেউ দুর্নীতি করলে তার পক্ষে সাক্ষী দেয়ারও কাউকে পাওয়া যায় না। সেজন্য স্বাধীনতার পরে দুর্নীতির দায়ে একজন মাত্র সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার শাস্তি হয়েছে।
খানিকটা ক্ষোভ জানিয়েই মন্ত্রী বলেন, আমাদের দেশে কীভাবে কালো টাকা হয়, সেটা আমরা সবাই জানি। সবচেয়ে বেশি কালোটাকা হয় জমি হস্তান্তর নিয়ে। ১০ কোটি টাকায় জমি বিক্রি করলে সেটা রেজিস্ট্রি করা হয় ২৫ লাখ টাকায়। এখানে কর ফাঁকি দেয়ার জন্য এমন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা এর বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে এক পার্সেন্ট করা হোক। আমি এ কথা সবাইকে জানাচ্ছি। আপনারা রাজি হলে আগামী বাজেটে সেটাই করবো।
এর আগে কাজী ফিরোজ রশীদ সম্পূরক প্রশ্নে হলমার্ক ও বিভিন্ন দুর্নীতিতে জড়িত সরকারি কর্মকর্তাদের শাস্তির বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান। তখন তিনি স্পিকারের উদ্দেশে বলেন, আমরা বিরোধীদল বলে অবহেলিত হচ্ছি। আমাদেরকেও প্রশ্নের সুযোগ দেয়া উচিত। আমরা হাত তুললেও আপনি দেখেন না। স্পিকার তাৎক্ষণিক এর জবাবে বলেন, মাননীয় সদস্য, আপনি একবার হাত তোলার সঙ্গে সঙ্গে আমি আপনাকে ফ্লোর দিয়েছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া