adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়াকে হারাতে পারলো না স্পেন

RUSIA-SPENস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে ঘরের মাঠে বড় ব্যবধানে জিততে দেয়নি রাশিয়া। চারদিন পর স্পেনকে চমকে দিল ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশটি। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের ৩-৩ গোলে রুখে দিল রাশিয়া।
সেন্ট পিটার্সবাগে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেন সার্জিও রামোস। অপর গোলটি করেন জর্ডি আলবা। অন্যদিকে রাশিয়ার হয়ে ফেডর সমোলোভ করেন জোড়া গোল। অন্যদিকে অ্যালেক্সি মিরনচোক করেন একটি গোল।

খেলার নবম মিনিটে রাশিয়ার বিপে লিড নেয় স্পেন। দারুণ হেডে সফরকারীদের এগিয়ে নেন জর্ডি আলবা। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। বিরতির চার মিনিট আগেই ব্যবধাম কমায় রাশিয়া। ৪১তম মিনিটে সমোলোভের গোলে স্কোরলাইন ২-১ করে ফেলে স্বাগতিকরা।
বিরতির পরপরই সমতায় ফেরে রাশিয়া। ৫১তম মিনিটে মিরানচোকের গোলে স্কোরলাইন ২-২ করে ফেলে রাশানরা।
দুই মিনিট পর স্বাগতিকদের স্তব্ধ করে লিড নেয় স্পেন। স্বাগতিক দলের এক খেলোয়াড় বক্সের ভেতরে রামোসকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারই।

৭০তম মিনিটে স্পেনকে হতবাক করে ম্যাচে সমতা ফেরায় রাশিয়া। সতীর্থের পাস ধরে দারুণ শটে গোল করে স্কোরলাইন ৩-৩ করে ফেলেন সমোলোভ। এরপর আর কোনো গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্পেনকে।

২০১৭ সালে একবারও হারের মুখ দেখেনি স্পেন। তবে রণের দুর্বলতা নিয়ে নতুন করে ভাবতে হবে স্প্যানিশদের। আগের সাত ম্যাচে টানা জয় পাওয়ার পর রাশিয়ার বিপে এমন ড্র দলটিকে এমনিতেই দুর্ভবনায় ফেলে দিয়েছে। -ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া