adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন কবি আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক : চল্লিশের দশকের কবি আবুল হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। সাহিত্যে অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমিসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। 
রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বড় ছেলে সেলিম রেজা ফরহাদ হোসেন মৃত্যুর সংবাদ জানান। 
তিনি জানান, গত কয়েকদিন ধরেই আবুল হোসেন বাধ্যক্যজনিত রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার রাতে খাবারের পর তিনি তার ধানমন্ডির ১২/এ এর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সেলিম রেজা ফরহাদ হোসেন।
কবি আবুল হোসেন মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে দেশের বাইরে আছেন। তারা দেশে ফিরলেই তাকে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবার জানায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া