adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বউ মোটা, স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা

ডেস্ক রিপোর্ট : বিয়ের পর ওজনবৃদ্ধি কখনও বিচ্ছেদের কারণ হতে পারে না৷ একটি বিশেষ মামলার প্রেক্ষিতে এক বিচেছদকামী স্বামীর আর্জি এই মর্মেই খারিজ করে দিল বম্বে হাই কোর্ট৷
যে তরুণীর বাড়তি ওজনকে কেন্দ্র করে এই মামলা, সেই তরুণীর শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছিল বিয়ের আগেই৷ চিকিত্সার প্রয়োজনেই তার একটি স্তনে অস্ত্রোপচার করতে হয়েছিল৷ কিন্তু যে কোনও কারণেই হোক, বিয়ের সময় সেই তথ্য পাত্রপক্ষকে জানানো হয়নি৷ এদিকে, বিয়ের পর ওই অস্ত্রোপচারের কারণেই তরুণীটির ওজন ক্রমশ বাড়তে থাকে৷
এতেই ক্ষুণœ হন তার স্বামী৷ তার অভিযোগ, স্হূলাঙ্গিনী স্ত্রী গৃহস্থালির দৈনন্দিন কাজগুলি করতে অক্ষম হচ্ছেন৷ সংসারের কোনও কাজই তিনি করতে পারেন না৷ বাড়তি ওজন কমানোর জন্য স্ত্রীকে চিকিত্সা করানোরও প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ কিন্তু স্ত্রী রাজি হননি৷ তার আরও অভিযোগ, স্ত্রীর এই বাড়তি ওজন বিপাকে ফেলেছে তাদের দাম্পত্যকেও৷ এর ফলে চূড়ান্ত ব্যাহত হচেছ তাদের যৌনজীবন৷ যা একসময় যথেষ্ট উপভোগ্য ছিল৷ কিন্তু এখন স্ত্রীর আয়তনবৃদ্ধির জন্যই প্রাপ্য স্বাভাবিক যৌনসুখ থেকে অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন তিনি৷
এরপর স্ত্রীর ওজনবৃদ্ধিকে ‘অসুস্থহতা’ হিসাবে চিহ্নিত করে ওই তরুণীর স্বামী আদালতের দ্বারস্থ হন৷ আর্জি জানান বিবাহ-বিচ্ছেদের৷ সেই আর্জিই খারিজ করে দিল বম্বে হাই কোর্ট৷
আদালতের যুক্তি, দাম্পত্যের গোড়ার দিকে আবেদনকারীর যৌনজীবন যথেষ্ট স্বাভাবিকই ছিল৷ যাবতীয় বিপত্তি স্ত্রী ওজনদার হওয়ার পর। কিন্তু ওজনবৃদ্ধি কখনও বিচ্ছেদ চাওয়ার যথেষ্ট কারণ বা ‘অসুস্থতা’ হিসাবে বিবেচিত হতে পারে না। হলে সেটা অমানবিক হবে। বম্বে হাই কোর্টের বিচারপতি এম এস সোনাক এবং বিচারপতি ও কে ওকার বেঞ্চ এই মর্মেই খারিজ করে দিয়েছে বিচ্ছেদের আর্জি৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া