adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন জেবুন্নেছা হিরণ

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে বরিশাল-৫ আসন থেকে উপ নির্বাচনে বিজয়ী জেবুন্নেছা আফরোজ হিরণ শপথ গ্রহণ করেছেন। প্রয়াত স্বামী শওকত হোসেন হিরণের আসনেই এমপি হলেন তারই পতœী জেবুন্নেছা আফরোজ।
রোববার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
গত ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যু হয়। তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ১৫ জুন উপ নির্বাচনে বাংলাদেশ ন্যাশানলিস্ট ফ্রন্টের (বিএনএফ) মনোনীত প্রার্থী সাইফুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন জেবুন্নেছা আফরোজ হিরণ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন , স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত
স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এবং সংসদ সদস্য পংকজ দেব নাথ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া