adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানাও সাত খুনের দায় স্বীকার করলেন

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন র‌্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানা। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার তিনি এ জবানবন্দি দেন।
এর আগে বুধবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক মেজর ও র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেন৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷ ৩০ এপ্রিল তাদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে৷ এরপর নিহত নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম অভিযোগ করেন, নজরুলের প্রতিপক্ষ নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা ঘুস নিয়ে র‌্যাব-১১'র কমান্ডার লেফটেনেন্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার এম এম রানা সাতজনকে অপহরণের পর হত্যা করে৷ ঘটনার পরে র‌্যাবের এই তিন সেনা এবং নৌ কর্মকর্তাকে র‌্যাব থেকে প্রত্যাহার এবং সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়৷ পরে আদালতের নির্দেশে তিনজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফা রিমান্ডে নেয়া হয়৷
হত্যা ঘটনায় একটি প্রশাসনিক তদন্ত কমিটিও কাজ করছে। তাদের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে৷ তারা চলতি সপ্তাহেই আদালতে তদন্তের আগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছেন৷
পুলিশ এবং প্রশাসনিক উভয় তদন্তেই হত্যায় র‌্যাব কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানা গেছে৷ তবে র‌্যাবের বিভাগীয় তদন্ত কমিটির কাজ কবে শেষ হবে তা জানা যায়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া