adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমান ফেইসবুকে নেই

নিজস্ব প্রতিবেদক : তারেক রহমানের কোনো ফেইসবুক অ্যাকাউন্ট নেই এবং তার কোনো ব্লগও নেই বলে জানিয়েছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের নামে ফেইসবুকে ‘ভুয়া’ অ্যাকাউন্ট নজরে আসার পর সবাইকে সাবধান করতে বুধবার দলের প থেকে একথা জানানো হয়েছে।
রোববার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা জানতে পেরেছি- তারেক রহমান সাহেবের নামে ফেইসবুক অ্যাকাউন্ট দেখা গেছে। সেখানে তার নামে বিভিন্ন বক্তব্যও আসছে।
এ ব্যাপারে আমরা স্পষ্টভাষায় বলতে চাই, তারেক সাহেবের নামে কোনো ফেইসবুক অ্যাকাউন্ট নেই। কোনো ব্লগও নেই। ‘ভুয়া’ ওই সব অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যের দায় বিএনপি বা তারেক রহমান নেবেন না বলে জানান তিনি।
একইসঙ্গে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে তারেকের নামে ‘ভুয়া’ অ্যাকাউন্ট খোলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ‘ভুয়া’ অ্যাকাউন্ট কারা খুলছে- জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। ভবিষ্যতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। কয়েকটি মামলা মাথায় নিয়ে তারেক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশও নিচ্ছেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া