adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিরণের আসনে উপ-নির্বাচন ১২ জুন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ আসনের উপনির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। গত ৯ এপ্রিল সংসদ সদস্য মো. শওকত হোসেন হিরন মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়।
সোমবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রির্টানিং অফিসারের কাছে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১১ মে। মনোনয়ন যাচাই-বাছাই ১৪ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ মে। উপ-নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবে বরিশাল ও ভোলা জেলা নির্বাচন অফিসার।
বরিশাল-৫ আসনে সম্ভাব্য  ভোটকেন্দ্রে ১৫৯টি এবং ভোটগ্রহণ করে সংখ্যা ৮১০টি। মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ২৬১ জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া