adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা নিয়ে রাজনীতি নয়, চাই ঐক্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ে রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।

আলজাজিরা জানায়, রাজনীতি না করে করোনাভাইরাস প্রতিরোধে সরকারগুলোকে এক হয়ে কাজ করার জন্য ডব্লিউএইচও’র পক্ষ থেকে আহ্বান জানান তেদ্রোস।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে, করোনা ইস্যুতে চীনের পক্ষ নেয়া বন্ধ না করলে ডব্লিউএইচও’কে অর্থায়ন বন্ধ করে দেবেন তিনি।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সব চেয়ে বেশি অর্থ সাহায্য করে যুক্তরাষ্ট্র। কিন্তু তার প্রতিদান তারা দিতে পারেনি।’

ট্রাম্পের এমন বক্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তেদ্রোস। তিনি বলেন, ‘ট্রাম্প এই পরিস্থিতিতে রাজনীতি বন্ধ করুন। নইলে আরও বেশি মৃতদেহ দেখতে হবে তাকে।’

তেদ্রোস বলেন, ‘যেহেতু চীনেই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল, তাই ভাইরাসের উৎস খুঁজতে চীনে লাগাতার কাজ চালাচ্ছে তাদের সংস্থা। এটাই বৈজ্ঞানিক প্রক্রিয়া।’

জেনেভায় তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘সকল রাজনৈতিক দলের মনোযোগ হওয়া উচিত, তাদের দেশের লোকদের বাঁচানো। দয়া করে এই ভাইরাস নিয়ে রাজনীতি করবেন না। এটি জাতীয় পর্যায়ে আপনাদের মতপার্থক্যকে আরও বেশি সুবিধা করে দেবে।’

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আপনি যদি এ নিয়ে রাজনীতি করতে চান, তাহলে মৃতদেহের জন্য আরও বেশি ব্যাগ প্রস্তুত রাখতে হবে আপনাকে।’

বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে আপনারা জাতীয় পর্যায়ে ঐক্য গড়ে তুলুন। রাজনীতিতে কভিড-১৯-কে টেনে আনবেন না। এই মুহূর্তে বৈশ্বিকভাবে বিশ্বস্ত সংহতি গড়ে তুলতে হবে। যুক্তরাষ্ট্র এবং চীনের নেতৃত্বকে আন্তরিক হয়ে এগিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র এবং চীনের এক সঙ্গে এই ভয়াবহ শত্রুর বিরুদ্ধে লড়াই করা উচিত।’

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটির ৪ লাখ ৩২ হাজার মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া