adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমেকে ইন্টার্নি ডাক্তারদের অনির্দিষ্টকালের ধর্মঘট

    

ডেস্ক রিপোর্ট : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) ইন্টার্নি ডাক্তারদের হোস্টেলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের চতুর্থ দিন চলছে। এরফলে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে ধর্মঘটের সমর্থনে বুধবার সকালে ইন্টার্নি ডাক্তাররা হাসপাতালে বিক্ষোভ মিছিল ও পরিচালকের কার্যালয় ঘেরাও  করে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে অবস্থিত ডা. মিলন ইন্টার্নি ডক্টরস হোস্টেলের দোতলায় একদল সন্ত্রাসী ঢুকে দুই ডা. আবু বক্কর ছিদ্দিক ও ডা. রেজওয়ানুলহককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মারপিট করে নগদ অর্থ মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে তারা হাসপাতাল ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ি সন্ত্রাসীদের গ্রেপ্তারের  দাবিতে রোববার সন্ধ্যা থেকে হাসপাতালে অনিদৃষ্টকালের ধর্মঘট শুরু করেন।
এদিকে, ইন্টার্নি ডাক্তারদের ওপর হামলা করে মালামাল ছিনতাই করে নিয়ে যাবার ঘটনায় মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া