adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুর চিড়িয়াখানা

আন্তর্জাতিক ডেস্ক :নাগরিক জীবনযাত্রায় চিড়িয়াখানাকে কখনো বলা হয়েছে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য প্রাণীদের কাছ থেকে দেখা ও জানার অনন্য স্থান। আবার অনেক বন্যপ্রাণী প্রেমিকদের কাছে চিড়িয়াখানা কেবল বুদ্ধির জোরে অন্যান্য প্রাণীদের ওপর মানুষের কর্তৃত্ব জাহিরের নিষ্ঠুরতম উদাহরণ। কারণ তাদের মতে স্বাভাবিক পরিবেশ থেকে চিড়িয়াখানায় প্রাণীদের ধরে এনে খাঁচায় আটকে বানানো হয় মানুষের বিনোদনের বস্তুতে। তবে যাই হোক না কেনো ইন্দোনেশিয়ার দ্বিতীয় বড় শহর জাকার্তাতে অবস্থিত কিবান বিনাটাং সুরাবায়া চিড়িয়ানায় ঢুকলে ভেতরের প্রাণীদের অবস্থা দেখে বিবেকবান যে কারো মন হাহাকার করে উঠতে বাধ্য। প্রাণীদের প্রতি অবজ্ঞা, অযত্ন, মৃত্যু, দুর্নীতি, অবৈধ পাচার ব্যবসাসহ নানা কারণে চিড়িয়াখানাটি এরইমধ্যে প্রকৃতি ও প্রাণীপ্রেমিদের কাছে পরিচিত পেয়েছে ‘জু অব ডেথ’ বা মৃত্যুর চিড়িয়াখানা হিসেবে।সুবারবায়া চিড়িয়াখানাটি স্থানীয়দের কাছে কিবান বিনাটাং সুরাবায়া নামেও পরিচিত। ৯৮ বছর আগে প্রতিষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ এই চিড়িয়াখানাটির বেহাল দশা নিয়ে এর আগে প্রভাবশালী দ্য টেলিগ্রাফ, রায়ট নিউজ, দ্য গার্ডিয়ানসহ নানা স্থানীয় পত্রিকাতেও বহু আলোচনা-সমালোচনা এবং রিপোর্ট প্রকাশ পেয়েছে। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। তাই এখন সারা বিশ্বের প্রাণীপ্রেমীদের কাছে জোর দাবি উঠেছে চিড়িয়াখানাটি বন্ধ করার জন্য।কিন্তু কি এমন আছে সুবারবায়া চিড়িয়াখানার ভেতর! জানা যায়, মোট ৩৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটিতে প্রাণীর সংখ্যা সাড়ে তিন হাজারের মতো। পৃথিবীর আর দশটা চিড়িয়ানার মতো এখানেও বাঘ-সিংহ-হাতি-গণ্ডার-জিরাফ থেকে শুরু করে আছে আরো অনেক প্রাণী। কিন্তু টিকেট হিসেবে মাত্র এক ডলার খরচ করে সেসব প্রাণীদের দেখলে চমকে উঠতে হবে। খাঁচার মধ্যে বন্দী হাড্ডিসার ক্ষুধার্ত বাঘ, সিংহ। শরীরে দগদগে ঘা নিয়ে বসে আছে কালো ভালুক কিংবা অপুষ্টি আর অযত্নে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা জিরাফ।জানা গেছে,  চিড়িয়াখানাটিতে বিভিন্ন জায়গা থেকে দর্শকদের মনোরঞ্জনের জন্য ধরে আনা পশু-পাখিদের মধ্যে প্রতি বছর গড়ে ২৫টিই মারা যায়। যার মধ্যে অধিকাংশই মারা যায় অনাহার ও অপুষ্টিতে।গত মধ্য ফেব্রুয়ারিতেই ওই চিড়িয়াখানাটিতে অপুষ্টিতে ভুগে হাড্ডিসার হয়ে মারা গেছে একটি বিরল সাদা বাঘ।জানুয়ারিতে খাঁচার দরজার পাশে থাকা তার গলায় পেঁচিয়ে শ্বাসবন্ধ হয়ে মারা যায় একটি আফ্রিকান সিংহ। এছাড়া অযত্ন অবহেলায় গত গ্রীস্মে জিরাফ, গণ্ডার, পলিক্যানসহ চিড়িয়াখানাটিতে মারা গেছে শতাধিক প্রাণী। সবশেষ গত মার্চে সেখানে বিরল প্রজাতির একটি কমাডো ড্রাগনের মৃতদেহ পাওয়া যায়।অভিযোগ আছে, চিড়িয়াখানাটিরই কর্মকর্তাদের যোগসাজসে সেখানে চলে প্রাণীদেহের বিভন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ ব্যবসা। কারণ বাঘ সিংহের মতো বড় বড় প্রাণী মারা যাওয়ার প্রোয় কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে যায় সেগুলোর চামড়া, দাঁত ও হাড়। শোনা গেছে, প্রাণীদেহের অঙ্গ-প্রত্যঙ্গের এই অবৈধ ব্যবসার মাধ্যমে চিড়িয়াখানাটিতে প্রতিবছর মোট ৫ বিলিয়ন ডলার হাতবদল হয়।কিন্তু ইন্দোনেশিয়ার মতো একটি মধ্যম আয়ের দেশে কেনো চিড়িয়াখানাটির এমন অবস্থা? জানা গেছে, প্রথমেই এর জন্য নাম আসে ইন্দোনেশিয়ান জু অ্যাসোসিয়েসনের জেনারেল সেক্রেটারি টনি সুমামপাওয়ের। কিছুদিন আগ পর্যন্তও তিনিই ছিলেন সুরাবায়া চিড়িয়াখানার দায়িত্বে। তার রয়েছে সুরাবায়া উপকণ্ঠে নিজস্ব মালিকানায় একটি সাফারি পার্ক। শোনা যায়, চিড়িয়াখানার এমন অব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত পশু চিকিৎসার জন্য তার গাফিলতিই দায়ি। কিন্তু দেশটির সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় শত অভিযোগ সত্ত্বেও তিনি বহাল তবিয়তেই আছেন স্বপদে। দ্বিতীয়ত নাম আসে সুরাবায়া শহরের মেয়র ত্রি রেশমাহারীনির। অব্যবস্থাপনাসহ নানা অভিযোগের পর গত জুলাইয়ে সরকারিভাবে টনি সুমামপাওয়ের কাছ থেকে চিড়িয়াখানার দায়িত্ব দেয়া হয় তাকে। তার বিরুদ্ধেও নানা রকম অনিয়মের অভিযোগ শোনা গেছে।তবে নিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুরাবায়ার মেয়র রেশমাহারীনি দায় চাপান টনি সুমামপাওয়ের ওপর। তিনি অভিযোগ করেন, টনি দায়িত্বে থাকাকালীন সুস্থ ও স্বাস্থ্যবান প্রাণীগুলোকে নিজের সাফারি পার্কে স্থানান্তর করে অসুস্থগুলোকে চিড়িয়াখানায় রাখতেন। এরপর অসুস্থ প্রাণীগুলো সেখানে মারা যেত। এদিকে চিড়িয়াখানাটিতে ক্রমাগত পশুপাখি মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে। সুরাবায়া চিড়িয়াখানার এই নিষ্ঠুরতা বন্ধের জন্য এরইমধ্যে একটি বড় অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে ইন্দোনেশিয়ারই সি ফার লাইফ নামে একটি পরিবেশবাদী সংগঠন। এরইমধ্যে সংগঠনটি অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে সুরাবায়া চিড়িয়াখানা বন্ধের আহ্বানসহ ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া