adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারকরা স্বাধীন তবে আইনের ঊর্ধ্বে নন : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : দেশের সব আদালতের প্রত্যেক বিচারকই স্বাধীন তবে কেউই আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি  মো. মোজাম্মেল হোসেন।শনিবার বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আইনজীবী তালিকা ভুক্তিকরণ সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ বারের অন্যান্য সদস্য ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেন, নবীন আইনজীবীদের সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।আইনজীবীদের অফিসার্স অব দি কোর্ট উল্লেখ করে তিনি বলেন, আইন পেশা হলো একটি মহান পেশা। আদালতের ভেতর ও বাইরে সব সময় ভালো আচরণ করতে হবে। এ পেশায় অনুকরণীয় ও সৎ হতে হবে।বিচারবিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ বিভাগে সম্পদের অপ্রতলতা রয়েছে। ধীরে ধীরে এ সঙ্কট কেটে যাবে বলে মনে করেন প্রধান বিচারপতি।আবেগপ্রবণ হয়ে আদালতে সাবমিশন না করতে ও রাজনৈতিক ইস্যু না টেনে লিগ্যাল পয়েন্টে যুক্তি উপস্থাপন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া