adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৪ উপজেলাতেই আতঙ্ক : সালাহ উদ্দিন আহমেদ

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : সোমবার পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে  রেখে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সবগুলো (৭৪টি) নির্বাচনী উপজেলায় এখন আতঙ্ক বিরাজ করছে। নির্বাচন নিয়ে সবাই আতঙ্কিত। উৎসাহের ভোট এখন আতঙ্কে পরিণত হয়েছে।সালাহ উদ্দিন বলেন,  ভোট ডাকাতি ঠেকাতে ব্যর্থ হয়ে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ বলে নিজেদের পরিচিত করেছে। তারা সরকারের নির্লজ্জ পক্ষপাতিত্ব করেছে। এই কমিশনের পদত্যাগ আগেও চেয়েছি, এখনও চাই।রোববার দুপুরে নয়াপল্টনে দলের  কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আতঙ্কের কথা বলেন।তিনি অভিযোগ করেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টদের বাড়িতে গিয়ে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। বিরোধীদলের  নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও হামলা চালানো হচ্ছে।সালাহউদ্দিন বলেন, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে যেন কোনো বিএনপি প্রার্থী কাজ করতে না পারেন, সে কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর  লোকজন বাড়ি বাড়ি হামলা ও তল্লাশি চালাচ্ছে।তিনি অভিযোগ করেন, কাটা রাইফেলসহ একজনকে পুলিশ আটক করলেও আওয়ামী লীগের আবদুর রাজ্জাকের আত্মীয় বলে তাকে ছেড়ে দেওয়ার পাঁয়তারা চলছে।সরকার ও বর্তমান সংসদকে অবৈধ আখ্যা দিয়ে এখনই সংসদ  ভেঙে দিয়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান সালাহ উদ্দিন। অন্যথায়, গণঅভ্যূত্থানেই এই সরকারের পতন হবে বলেও হুঁশিয়ারি  দেন তিনি।সালাহ উদ্দিন আওয়ামী লীগ  নেতাদের উদ্দেশে বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসেছেন। এই অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে গণঅভ্যূত্থানে আপনাদের পতন অনিবার্য।সালাহ উদ্দিন বলেন, এর আগের নির্বাচনে যেমনভাবে কারচুপি করে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক এবারও তার ব্যত্যয় ঘটবে না বলে আশঙ্কা করছি।সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনী কারচুপি ও সহিংসতায় আওয়ামী লীগ  যে দক্ষতার পরিচয় দিয়েছে, তা বিশ্বের সবাই জানে। এরা সব সময় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।তিনি বলেন, এই সরকার বাকশালী  চেতনার দিকে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের  চেতনায় অবিরাম আঘাত করছে। ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করতে এ সব করছে। তারা তাদের মুখোশ নগ্নভাবে উন্মোচন করছে।তিনি আওয়ামী লীগের অতীত  টেনে বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে, প্রচারণা, মিথ্যাচার, দুর্নীতির ইতিহাস। হত্যা, গুম তাদের বর্ণাঢ্য ঐতিহ্য।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া