adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুটিয়ে যাওয়া ষাঁড় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি পিসিবির, বললেন কামরান আকমল

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০ জনের দল ঘোষণা করেছে। যেখানে ৯ জনই নবাগত। দলে নেই শান মাসুদ, হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাস। এমন দল দেখে বিস্মিত দেশটির সাবেক তারকারা। এলাকার ক্রিকেটার নিয়ে গড়া দলের কাছেও পাকিস্তানের জাতীয় দল হারবে বলে মনে করেন দেশটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল।

পাক দল নিয়ে এমন ঝাঁজালো সমালোচনা করেও ক্ষান্ত হননি কামরান। এই দলের ব্যাখ্যায় স্বদেশি কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ‘রাইল্লু কাত্তা’ শব্দটি টেনে এনেছেন কামরান।

সেই সময় ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের আগে ইমরান টুইটে লিখেছিলেন, ‘সরফরাজ আহমেদের উচিত বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার নেওয়া। জেতার মতো আক্রমণাত্মক কৌশল নেওয়া। কারণ রাইল্লু কাত্তারা চাপের মুখে খুব কমই ভালো খেলতে পারে।

ইমরানের ওই টুইট সে সময় আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে রাইল্লু কাত্তা শব্দটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। ‘রাইল্লু কাত্তা’ শব্দ দিয়ে পাকিস্তানে মুটিয়ে যাওয়া ষাঁড়কে বোঝানো হয়, যেটি কোনো কাজে আসে না। ওই টুইটে যেসব খেলোয়াড়ের কোনো লক্ষ্য নেই, মাঠে পারফরম করতে পারে না; কিন্তু একাদশে ঠাঁই পান¬ তাদের বুঝিয়েছিলেন ইমরান খান। – ক্রিকেট পাকিস্তান/ গ্যালারি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া