adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক নেতা আমিনুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সেন্টার ফর ওর্য়াকাস সলিডারিটি।জাতীয় প্রেসক্লাবের সামনে  রোববার সকাল ১১টা থেকে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সেন্টার ফর ওর্য়াকাস সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আকতার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক রাশেদুল হক রাজু, গার্মেন্টস শ্রমিক সংহতি  ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন প্রমুখ।বক্তারা শাশা  ডেনিম লিমিটেডের শ্রমিক প্রতিনিধি ও কল্যাণ কমিটির নির্বাচিত  নেতা আমিনুল হত্যাকাণ্ডের পুন:তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক উপস্থিত ছিলেন।২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকার শ্রমিক ফেডারেশন কার্যালয়  থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন আমিনুল। দুই দিন পর টাঙ্গাইলের ঘাটাইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া