adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সূর্য উঠবে : এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সব বিপদ কেটে যাবে, আবার নতুন সূর্য উঠবে। দলের মধ্যে যে সমস্ত বিভেদ ছিল সেগুলো কেটে যাবে। আমরা আবার জয়ী হবো। আবার ক্ষমতায় যাব।বৃহস্পতিবার দুপুরে গুলশান-১ এর ইমান্যুয়েল কনভেনশন সেন্টারে তার ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।উপস্থিত  নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, প্রতিটা জন্মদিন আমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।তিনি বলেন, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা প্রমাণ করেছে তারা হাতশাগ্রস্ত নয়। তারা সংগঠিত।তিনি বলেন, আমরা সমস্ত বিপদের পথ অতিক্রম করে সুদিন ফিরে আনবো।জাতীয় পার্টিকে নিজের সন্তান উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে যোগ্য সন্তান হিসেবে রেখে যেতে চাই।  যেদিন জানবো যে, যোগ্য সন্তানরা আমার পাশে দাঁড়িয়েছে সেদিন শান্তি তে মরতে পারবো।এরশাদ আরো বলেন, আমার কর্মীদের মধ্যে এমন একটা ধারণা ছিল যে আমি অনেক বিপদগ্রস্ত। তারা আজ এ বিশাল আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তারা আমার পাশে আছে।এদিকে বিরোধী দল জাতীয় পার্টিকে নিয়ে করা টিআইবির বক্তব্যের কঠোর সমালোচনা করেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, সংসদে বিরোধী দল নেই টিআইবির এ বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এই বক্তব্য শুধু সংসদকেই অবমাননা করেনি। দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এমন কোনো বক্তব্য দেয়া উচিত নয় যা দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে।তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সরকার গঠন করা হয়েছে। তাই  কোনো সরকারকেই ছোট করে দেখার সুযোগ নেই।প্রসঙ্গত, ১৯৩০ সালের ২০ মার্চ রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া