adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারীর কবলে কি বিমানটি ?

আন্তর্জাতিক ডেস্ক : হারিয়ে যাওয়ার ৬ দিন পরেও এখনো খোঁজ মেলেনি মালয়েশীয় বিমানটির। মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ এর খোঁজে একই ভাবে চলছে তল্লাশি। কিন্তু দণি চীন সাগর থেকে মালয়েশিয়ার পশ্চিমাংশ পর্যন্ত জলপথে প্রায় ২৭ হাজার নটিক্যাল মাইল তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি কিছুই । এই তল্লাশি এখন বিস্তৃত করা হয়েছে ভারত মহাসাগর পর্যন্তও। এদিকে, নিখোঁজ বিমানটির সন্ধানে নামা মার্কিন তদন্তকারীরা জানিয়েছেন, হারিয়ে যাওয়ার আগে এয়ার ট্র্যাফিক কনট্রোলের সঙ্গে শেষবার যোগাযোগের পর আরো অন্তত চার ঘণ্টা আকাশে উড়ে ছিল সেটি। তাই প্রশ্ন দেখা দিয়েছে এই চার ঘণ্টা পাইলট কেনো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কোনো কথা বলেননি? এছাড়া বিমানটিতে যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিতো তাহলে কেনো এ বিষয়ে সিগন্যাল পাঠানো হয়নি।আর এসব কিছু চিন্তা করেই আবার তদন্তকারীদের ভাবনায় সন্ত্রাসবাদীদের ছায়াই মনে আসছে। তাহলে বিমানটিকে কি ছিনতাই করা হয়েছিল বলে নতুন করে প্রশ্ন উঠেছে।বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে সন্ত্রাসবাদীদের হাত আছে কিনা এ বিষয়ে প্রথম থেকেই চিন্তা করা হচ্ছিল। ভূয়া পাসপোর্টধারী দুই ইরানি তরুণ বিমানটিতে উঠেছিল বলে গত রোববার তথ্য পাওয়ার পর এ সন্দেহ আরো  জোরালো হয়। তবে পরে তদন্ত করে দেখা যায়, ওই দুই তরুণ ভূয়া পাসপোর্ট নিয়ে উঠেছিল ঠিকই তবে তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগসূত্র নেই। মালয়েশীয় পুলিশ ও ইন্টারপোলও এ বিষয়ে নিশ্চিত করে। কিন্তু এখন আবার হঠাৎ করেই তদন্তকারীদের মনে বিমান ছিনতাই সম্পর্কে নতুন সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে নতুন ভাবে তদন্ত কাজে যোগ দেয়া মার্কিন আকাশপথ সুরা বিভাগের কর্মকর্তারা নিখোঁজ বিমান সম্পর্কে আরো কিছু নতুন তথ্য উদ্ধার করতে পেরেছেন বলে জানিয়েছেন। যার থেকে বিমান ছিনতাইয়ের সন্দেহ উড়িয়ে দেয়া যাচ্ছে না।মার্কিন তদন্ত কর্মকর্তারা জানান, গত শুক্রবার ২৩৯ জনকে নিয়ে আকাশে ওড়া মালয়েশীয় বিমানটি রাত ১.৩০ নাগাদ শেষবার এয়ার ট্র্যাফিক কনট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি, এরপর অন্তত চার ঘণ্টা আকাশে উড়েছিল সেটি। এই সময়ে প্লেনটি কয়েকশো মাইল পথ পাড়ি দিতে পারে। এর থেকেই বিমানটিকে হাইজ্যাক করা হয় বলে সন্দেহ জোরদার হচ্ছে। পাইলট অথবা অন্য কেউ বিমানের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় বলে মনে করা হচ্ছে। চিনের এক সংবাদসংস্থা প্লেনটির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছে বলে দু-দিন আগে দাবি করেছিল। স্যাটেলাইটে সেখানে সন্দেহজনক কিছু ভেসে থাকতে দেখেই এই ধারণা হয়। কিন্তু অনুসন্ধান চালিয়ে দেখা যায়, সেটি একটি বিরাটাকৃতি হেরিং মাছ। অন্যদিকে  বিমানটির যেন খোঁজ পাওয়া যায় তার জন্য শুক্রবার জুম্মার নামাযে  দোয়া করেছেন মালয়েশিয়ার মুসলমানরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া