adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা সরানোর দাবি

ঢাকা: হল পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে রাস্তায় নেমেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে ব্যাংকটির প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ব্যাংকের ভেতরে অনেকেই আটকা পড়েছেন। এমনকি বাইরে থেকেও কেউ ব্যাংকে ঢুকতে পারছেন না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার ও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনও চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ টায়ার জ্বালিয়ে ভিক্টোরিয়া পার্ক এলাকায় জনসন রোড অবরোধ করে রেখেছেন। এতে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হল উদ্ধার সংগ্রাম পরিষদ। বেলা ১১টার দিকে হল উদ্ধার সংগ্রাম পরিষদ ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এদিকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষক সমিতি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া