adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকদের হার মানতে পারছেন না ভক্তরা

ঢাকা: ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতা মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। শুধু কী তাই? এই ব্যর্থতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) কাঠগড়ায় তুলছেন তারা। ভক্তদের অভিমত, বিসিবি বাংলাদেশ দলের এই ব্যর্থতার দায়ভার এড়াতে পারবে না।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়ার নবাগত দল আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পর জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এই ব্যর্থতার জন্য নিজেদের সাথে সাথে বোর্ড ও টিম ম্যানেজম্যান্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনে মুশফিক বলেন,‘আমরা দেশের জন্য ক্রিকেট খেলি, নিজের জন্য নয়। কিন্তু তারপরেও দেশের ভালোর জন্য বিসিবিকে ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে হবে।’

কিন্তু বড় একটা ধাঁধাঁয় পরিণত হয়েছে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স। যে দলটি গেল দুই বছরে ঘরের মাটিতে বিশ্বসেরা অনেক দলকে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে, তারা হঠাৎ করে কেন ছন্নছাড়া ক্রিকেট খেলতে শুরু করলো? বিষয়টি মেনে নেয়া কষ্টের। বাংলাদেশ দলের ভক্তরাও তা পারেনি। তাই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই কষ্টের আলাপনী।

আফগানিস্তানের নিকট হারের লজ্জার পর মগবাজার চৌরাস্থায় চায়ের দোকানদার ৫০ বছর বয়সী নুর হোসেন বলেন, ‘ এই হারের জন্য ক্রিকেটদারদের দোষ দেবেন কেন? বিসিবি কেন সাকিবকে মাঠে নামালো না। বিসিবি কি ভালো মানুষ,  তারা কি ভুল করেনা? সাকিব তো চুরি করেনি। যে তার অপরাধ ক্ষমা করা যাবে না। হারের জন্য বিসিবিই দায়ী।’ মিরপুর বাংলা কলেজের ছাত্রী শারমিন বলেন, ‘আমাদের ক্রিকেটারদের কোন দোষ নেই। বিসিবির মধ্যেই সমস্যা আছে। দলের খেলোয়াড়দের মধ্যে কোন সমস্যা হলে অবশ্যই বিসিবিরই তা দেখা উচিত। এখন খেলোয়াড়দের মধ্যে কেন আগের সেই টিম স্প্রিরিট নেই?’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া