adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে তিন কারখানাকে ৭৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর: পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অভিযোগে গাজীপুরের তিনটি কারখানাকে ৭৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গত বুধবার অধিদফতরের এনফোর্সমেন্ট বিভাগ এ জরিমানা করে।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান জানান, দূষণবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলার জিরানী বাজারে অবস্থিত আরকে নিট ডাইং মিলস লিমিটেড, আহসান কম্পোজিট লিমিডেট ও পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত ফারইস্ট ডাইং ইন্ডাস্ট্রিজের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গত বুধবার অধিদফতরের ঢাকার সদর দফতরে তলব করেন। সেখানে শুনানি শেষে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা এবং ইটিপি বন্ধ রেখে বাইপাসের মাধ্যমে তরল বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে আরকে নিট ডাইং মিলস লিমিটেডকে ৪০ লাখ টাকা, ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করার অপরাধে আহসান কম্পোজিট লিমিটেডকে ৩০ লাখ ও পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি ব্যতীত কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ফারইস্ট ডাইং ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

এ সময় শুনানিতে অংশগ্রহণকারী কারখানাগুলোর মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া