adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ১০লাখ মেট্রিক টন চাল-গম মজুদ

ঢাকা: খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে দেশে প্রায় ১০ লাখ মেট্রিকটন চাল-গম মজুদ রয়েছে।

তিনি বলেন, ‘দেশে ৭ লাখ ৩৩ হাজার মেট্রিক টন চাল ও ২ লাখ ১৭ হাজার মেট্রিক টন গম মজুদ আছে। এছাড়া চট্রগ্রাম বন্দরে ভাসমান অবস্থায় ৩৩ হাজার মেট্রিক টন গম আছে। যা খালাস করা হবে।’

মঙ্গলবার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

তিনি জানান, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার অধীনে নিয়মিত খাদ্যশস্য সরবরাহ এবং অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ ও বিদেশ থেকে আমদানির কারণে প্রতিদিন খাদ্যশস্য মজুদের পরিমাণ পরিবর্তন ঘটে থাকে।’

তাছাড়া বর্তমানে আমন মৌসুমে চাল সংগ্রহ অব্যহত আছে এবং বিদেশ থেকে গম আমদানি করা হচ্ছে।

আরেক সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ৫টি সাইলো, ১৩টি সিএসডি এবং ৬০৪টি এলএসডি আছে।’

এছাড়া সারা দেশে ১.০৫ লক্ষ মেট্রিক টন ধারণক্ষমতার ১৫৮টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করা হবে। এবং বাংলাদেশ মর্ডান ফুড স্টোর ফেসেলেটিস এর আওতায় ৫ লক্ষ মেট্রিক টন ধারণক্ষমতার ২টি গম এবং ৬টি চালের সাইলো নির্মাণ করা হবে।’

বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশসহ বিশ্বের মোট ৩৭ টি দেশ পন্য রপ্তানির ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য পরিমাণে শুল্কমুক্ত সুবিধা প্রধান করছে বলেও জানান মন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া