adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘ কর্মকর্তাসহ নিহত ২১

image_73246_0ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের এক রেস্তোরাঁয় তালিবানদের হামলায় জাতিসংঘের ৩ কর্মকর্তাসহ ১৩ বিদেশি ও ৮ আফগান প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কাবুলে আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) প্রধানও আছেন বলে জানা গেছে।
শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

কাবুলে আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে জানান, হামলায় লেবানন থেকে আসা তাদের কর্মকর্তা ওয়াবেল আবদুল্লাহ (৬০) নিহত হয়েছেন। তিনি ২০০৮ সাল থেকে আফগানিস্তানে ছিলেন। তিনি ১৯৯৩ সালে লেবাননের কেন্দ্রীয় ব্যাংক থেকে আইএমএফের চাকরিতে যোগ দেন। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ আরো কয়েকটি দেশে সংস্থাটির হয়ে কাজ করেছেন।

লেবাননভিত্তিক এ রেস্তোরাঁ `তাভারনা দ্যু লিবান' বিদেশি কূটনীতিক, পর্যটক ও স্থানীয় ধনী আফগানদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল।
এ আক্রমণ ১৩ বছরের যুদ্ধবিক্ষুব্ধ আফগান ইতিহাসে বিদেশি নাগরিকদের ওপর চালানো স্মরণকালের ভয়াবহ আক্রমণ বলে চিহ্নিত হচ্ছে।
আফগানিস্তানের যুক্তরাষ্ট্র দূতাবাস ১৭ জানুয়ারির এ আক্রমনে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। দূতাবাস থেকে নিহতদের পরিবারের প্রতি শোকবার্তা পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার বিকেলে এ তথ্য জানান।
কাবুলের পুলিশ প্রধান কর্মকর্তা জেনারেল জেনারেল মোহাম্মাদ জহির শনিবার বলেন, ‘নিহতেদের মধ্যে ১৩ জন বিদেশি এবং ৮ জন আফগান নাগরিক। সিংহভাগই বেসামরিক লোক।’
তিনি আরও জানান, আক্রমণকারীরা ছিল সংখ্যায় ৩ জন, যাদের মধ্যে ১ জন আত্মঘাতি বোমা হামলাকারী ও অপর ২ জন বন্দুকধারী। লেবাননের সে রেস্তারাঁয় শুক্রবারের হামলায় তারাও  নিহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান এবং ৩ জন জাতিসংঘের কর্মকর্তা।  মুদ্রা তহবিলের প্রধানের নাম ওয়াবেল আবদুল্লাহ (৬০)। তিনি ২০০৮ সাল থেকে আফগানিস্তানে ছিলেন।
আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস কানিংহাম শনিবার বলেন, ‘নিহতরা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন।’
কানিংহাম আরও বলেন, ‘যাদের স্বপ্ন আছে, যারা দেশের ভালোর জন্য কাজ করে, তাদেরকেই তালেবানরা চিহ্নিত করে আক্রমণ করে। এ ধরনের নীচ কর্মকাণ্ড দিয়ে তারা শুধু ধ্বংসই করে, কখনও সৃষ্টি করতে পারে না। যুক্তরাষ্ট্র এখনও আফগানিস্তানে শান্তি ও উন্নতির জন্য একইভাবে ক্রিয়াশীল থাকবে, যেন আফগানিস্তান ও তাদের মিত্র দেশগুলো এ সমস্ত আক্রমণ আর হুমকির মুখোমুখি না হয়ে ভবিষ্যতে একযোগে নির্বিঘ্নে কাজ করতে পারে।’
জাতিসংঘের প্রধান মুখপাত্র ফারহান হক বলেন, ‘জনসাধারণকে লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হামলা আন্তর্জাতিক মানবতাবাদী আইনগুলোর সমস্ত মূল্যবোধকে ভেঙে দিল।’
তালিবান প্রধান এ হামলার দায় স্বীকার করেছেন।
বিদ্রোহীরা দেশজুড়ে, বিশেষত কাবুলে, সমস্ত বিদেশি অর্থায়নঘটিত কর্মকাণ্ড ও প্রকল্পগুলোতে ঘন ঘন আঘাত হানছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া