adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেখার কেউ নেই – রসের কলসিতে মদ!

Dragecডেস্ক রিপোর্ট : ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের অবকাশ পিকনিক স্পটে হরদম বিক্রি হচ্ছে তাড়ি, চোলাই মদ, চুসহ বিভিন্ন মাদক। যদিও প্রকাশ্যে এসব মাদক বিক্রেতারা খেজুর ও তালের রস বলে প্রচার করছে।
বাস্তবে তাদের তথাকথিত রসের কলসি রয়েছে তাড়ি, চোলাই মদ এবং স্থানীয় গারোদের তৈরি করা এক জাতীয় মদ ‘চু’। প্রতিদিন ওই অবকাশ স্পটে শত শত ভ্রমণ পিপাসুরা জেলা এবং জেলার বাইরে থেকে বেড়াতে আসছে। এসব ভ্রমণ পিপাসুরা ওই রস বিক্রেতাদের হাক-ডাকে কাছে গেলেই আস্তে করে উল্লেখিত মাদকের কথা বলা হয়। তখন উতসুক ভ্রমণ পিপাসু বা দর্শনার্থীদের অনেকেই আগ্রহ ভরেই যার যার পছন্দ মতো মাদক পান করছে। এ সময় পেশাদার মাদকসেবীসহ বেড়াতে আসা এক শ্রেণীর যুবক ও উঠতি বয়সের তরুণরা ওই নিষিদ্ধ মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং পান করছে।
স্থানীয়রা জানায়, এখানে শুধু ভ্রমণ পিপাসুরাই নয়, শেরপুর শহর থেকে প্রতিদিনই এক শ্রেণীর মাদক সেবক এ মাদক ( চু, তাড়ি, হাণ্ডি) পান করার জন্য অবকাশ কেন্দ্রে ছুটে আসে। ফলে যুব সমাজ এবং স্থানীয় ভ্রমণ পিপাসুদের পরিবেশ নষ্ট করা হচ্ছে।
এছাড়া ওই বিনোদন কেন্দ্রে বেড়াতে আসার ভ্রমণ পিপাসুদেরও অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পরতে হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার (ওসি) ফসিহুর রহমান জানান, বিষয়টি আমার জানা নাই, তবে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া