adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা

image_72259 (1)ঢাকা: তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরো শপথ নিলেন ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন দেশী-বিদেশী কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রোববার বিকাল তিনটা ২৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে আসেন। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ শেষে অতিথি ও নতুন মন্ত্রীদের জন্য চা চক্রের ব্যবস্থা করা হয় পাশের মাঠে।

মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রীরা হলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, সায়েদুল হক, এমাজ উদ্দিন প্রাং, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মুজিবুল হক, আসাদুজ্জামান নূর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, শামসুর রহমান শরীফ, কামরুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, অধ্যক্ষ মতিউর রহমান ও মহসিন আলী।

প্রতিমন্ত্রীরা হলেন, মজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক।

এছাড়া উপমন্ত্রী হিসেব শপথ নিয়েছেন আরিফ খান জয়, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগ ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফেরে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার সরকার গঠন করেন হাসিনা। বিএনপি ও তাদের শরিকদের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হয়, যাতে ২৩১টি আসনে জয়ী হয়ে  আবারো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর গত ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হন ১৩৯ জন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি। ২৯০ আসনের গেজেট প্রকাশের পর গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন দশম সংসদের সদস্যরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া