adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেলিভিশন রেটিং এজেন্সি নীতিমালার অনুমোদন দিল ভারত সরকার

image_63607_0নয়া দিল্লি: টেলিভিশন রেটিং এজেন্সি সংক্রান্ত তথ্য মন্ত্রনালয়ের প্রস্তাবিত নীতিমালার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার । রেটিংকে পদ্ধতিকে একটি সমন্বিত নিয়ন্ত্রনের মধ্যে আনার জন্য গত ৯ জানুয়ারি এই অনুমোদন দেয়া হয়।  নীতিমালায় রেটিং এজেন্সিগুলোর নিবন্ধন, দর্শক পছন্দ নির্ধারণ পদ্ধতি, রেটিং প্রক্রিয়া, রেটিংয়ের বিক্রয়  ও ব্যবহার, নিরীক্ষাসহ নানা বিষয় এই নীতিমালায় স্থান পেয়েছে।



গত বছরের ১১ সেপ্টেম্বর টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (টিআরএআই) এই নীতিমালা প্রস্তাব করেছিল। সংস্থাটির প্রস্তাবনার ভিত্তিইে এই নীতিমালার অনুমোদন দেয়া হয়েছে।



নীতিমালার উল্লেখযোগ্য কয়েকটি দিক হচ্ছে :

–    রেটিং তৈরিতে আগ্রহী সব সংস্থাকে নিবন্ধিত হতে হবে। বর্তমানে যারা রেটিং করছে তাদেরকেও নিবন্ধন গ্রহণ করতে হবে।

–     সব সংস্থাকেই নিবন্ধনের সময় প্রয়োজনীয় তথ্যাবলী সরবরাহ করতে হবে। আগ্রহী সংস্থার যোগ্যতা যাচাই-বাছাইয়ে এ তথ্য প্রয়োজন হবে।

–     সংস্থাগুলোর শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা মেনে চলতে হবে। কোনো এজেন্সি এর বাইরে যেতে পারবে না।

–     সব কারিগরি সুবিধার টিভি সম্প্রচারের রেটিং করার ক্ষমতা থাকতে হবে। ভিজ, কেবল টিভি, ডিটিএইচ, টেরেস্ট্রিয়াল সব পদ্ধতিই রেটিংয়ের আওতায় আসবে।

–     প্রতিষ্ঠিত কোনো জরিপ পরিচালনাকারী সংস্থার মাধ্যমে জরিপ করে বাসাবাড়িতে দর্শক মাপক যন্ত্র সংস্থাপন নিশ্চিত করতে হবে। নীতিমালা কার্যকরের ৬ মাসের মধ্যে আবেদনকারী সংস্থাকে কমপক্ষে ২০ হাজার প্যানেলকে কার্যকর করতে হবে। এরপর প্রতি বছর ১০ হাজার করে এর পরিমাণ বাড়াতে হবে যতদিন না পর্যন্ত এই সংখ্যা ৫০ হাজারে না পৌঁছে।

–     বাসাবাড়িতে যে প্যানেল বসানো হবে তার গোপনীয়তা রক্ষা করতে হবে এবং এরমধ্যে ২৫ শতাংশের ঠিকানা প্রতি বছর  বদল করতে হবে।

–     রেটিং এজেন্সিকে পুরো প্রক্রিয়াটি সরকারের কাছে সরকারের কাছে লিখিত আকারে উপস্থাপন করা ছাড়াও নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে।

–     অভিযোগ গ্রহণের জন্য রেটিং এজেন্সিকে একটি টোল-ফ্রি    নাম্বারের ব্যবস্থা করতে হবে।

–     প্রতি বছর একটি নিরপেক্ষ নিরীক্ষণ সংস্থার মাধ্যমে রেটিংয়ের পুরো প্রক্রিয়াটি নিরীক্ষা করাতে হবে। নিজস্ব ওয়েবসাইটে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করতে হবে।

–     নীতিমালার বাইরে গিয়ে কোনো সংস্থা যদি কোনো কর্মকান্ড পরিচালনা করে তাহলে অর্থদণ্ড ছাড়াও  শাস্তি হিসেবে  সংস্থার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে।

–     বর্তমানে যে সংস্থাগুলো রেটিং পরিচালনা করছে, নীতিমালার সঙ্গে সমন্বয়ের জন্য তাদেরকে ৩০ দিনের সময় দেয়া হবে।

–     নোটিফিকেশন হবার সঙ্গে সঙ্গে এই নীতিমালা কার্যকর হবে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া