adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নূরের গাড়িবহরে হামলা, সংঘর্ষে নিহত ৫

image_67345_0নীলফামারী: নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান ‍নূরের গাড়ি বহরে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে এমপির গাড়ি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদরের রামগঞ্জ সেতুর কাছে এ হামলা চালানো হয়।  এতে বহরের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছেন আসাদুজ্জামান নূর। পরে পুলিশি প্রহরায় তিনি নীলফামারী শহরে পৌঁছান।
এ ঘটনায় কৃষকলীগ নেতা খোরশেদ আলী চৌধুরী (৫৫), যুবলীগ নেতা ফরহাদ হোসেন (২৫) ও বিএনপি নেতা সিদ্দিক গাজী (৪২) নিহত হয়। পরে খয়রাত হোসেন ও মুরাদ হোসেন নামে আরো দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, টানা হরতাল অবরোধে জেলা সদরের পলাশবাড়ি, লক্ষ্মীচাপ, রামগঞ্জ ইউনিয়নে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় সকালে পথসভা করতে যান নীলফামারীর অধিবাসী এমপি আসাদুজ্জামান ‍নূর। পথসভা শেষে শহরের ফেরার পথে তিনি রামগঞ্জ ব্রিজের কাছে হামলার শিকার হন। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তার গাড়ি বহর চারদিক থেকে ঘিরে ফেলে।গড়িবহর লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় এলাকা ঘিরে হামলা চালায়। প্রতিরোধ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে এমপি নূরকে রক্ষা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরে পৌঁছান।পরে হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা ঘটনাস্থলে গিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সংঘর্ষে প্রথমে দুই জন নিহত হয়। পরে দুইজনসহ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া