adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই’ বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারদিকে যখন গুম-খুন-অপহরণ চলছে। পত্রিকার পাতা খুললে গুম-খুন ও অপহরণের খবর। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের।
শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, দেশের এই পরিস্থিতিতে আমরা জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই। পাশাপাশি আজকের এই দিনে তার দেখানো পথে চলার জন্য আমরা শপথ নিব।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীদের শপথ নিতে হবে। তার আদর্শ ছিল দেশ গড়া। আমাদের আজ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গড়ার কাজে এগিয়ে যেতে হবে।
সরকারকে বিলম্বে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করে ফখরুল বলেন, সারাদেশে আন্দোলন চলছে। আগামী দিনে আন্দোলন আরো বেগবান হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া