adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

image_64521_0 (1)গাজীপুর: এগারো ঘণ্টা পর গাজীপুরের স্ট্যান্ডার্ড গার্মেন্টস কারখানার আগুন নিভেছে । ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। আগুনে মেশিনপত্র, তৈরি কাপড়, প্যাকেজিং সামগ্রী, কয়েকটি গাড়িসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে শ্রমিকদের বিক্ষোভ ও কারখানার সামনের সড়কে অবরোধের কারণে প্রায় ১ ঘণ্টা দমকল কর্মীরা কারখানায় পৌঁছতে পারেননি। এতে আগুন ছড়িয়ে যায় ১০ তলা ভবনের সবক’টি ফ্লোরে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস  সূত্রে জানা গেছে, মহানগরের কোনাবাড়ির জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের সোয়েটার কারখানার পাশের বালুর মাঠে বৃহস্পতিবার রাতে শ্রমিকরা তাদের দাবি দাওয়া আদায়ের বিষয় নিয়ে মিটিং করছিল। খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে শিল্প পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে। গুলিতে ২ জন শ্রমিক মারা গেছে বলে গুজব ছড়িয়ে গেলে তাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে যায়।
রাত সাড়ে ১১টায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটক ভেঙে সামনে থাকা পিকআপ, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের অন্তত ২০টি গাড়িতে আগুন দেয়। পরে রাত ১২টার দিকে তারা কারখানায় প্যাকেজিং সেকশনে আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তেই কারখানার ১০ তলা ভবনের অন্যান্য ফ্লোরে ছড়িয়ে যায়।
বন্ধ থাকা কারখানার কর্মকর্তা ও মালিক পক্ষের লোকজন আগুনের খবর পেয়ে কারখানায় ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর, ইপিজেড, সাভার, মিরপুর ও হেডকোয়ার্টারের ৭টি স্টেশনের ১৪টি ইউনিট পৌঁছে নেভানোর চেষ্টা করে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছুই।
শুক্রবার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার সোয়েটার সেকশনের ম্যানেজার মাহমুদুর রহমান জানান, প্রায় দেড়শ’বহিরাগত লোক ও শ্রমিক জড়ো হয়ে গেটে হামলা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোঁড়ে। এর পরই পাশের একটি কারখানার মসজিদ থেকে ঘোষণা দেয়া হয়, দু’জন শ্রমিক মারা গেছে। যার যা কিছু আছে, তাই নিয়ে অন্য শ্রমিকদের জড়ো হওয়ার আহ্বান জানাতে থাকে। এতে আশপাশের কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে স্ট্যান্ডার্ড কারখানায় হামলা চালায়। গেট ভেঙে ভেতরে ঢোকে কয়েক হাজার শ্রমিক।
রাতের আঁধারে পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায়। মূল কারখানার পাশের প্যাকেজিং সেকশনে ও এর সামনে থাকা যানবাহনে আগুন দেয়া হয়। পরে গার্মেন্টস কারখানার বিভিন্ন ফ্লোরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। একই সময়ে কারখানায় থাকা নিজস্ব বিদ্যুতের সাব স্টেশন, তেলের ডিপোতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের ভয়াবহতায় আশপাশের বাসা বাড়িতেও আতঙ্ক ছড়িয়ে যায়।
পুলিশ ও কর্তৃপক্ষের দাবি, আগুন ধরিয়েছে বহিরাগত লোকজন। আর ওই সময় কারখানা ছুটি ছিল । শ’শ’ বহিরাগত লোককারখানায় ঢুকে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপরেশন) মেজর মাহবুব বলেন, ‘উচ্ছৃঙ্খল কর্মীদের দেয়া আগুনে কারখানায় আগুনের সূত্রপাত।  আমার ধারণা পরিকল্পিতভাবে প্রতিটি ফ্লোরে গিয়ে আগুন ধরানো হয়েছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া