adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লাটার ও প্লাতিনি চোর – ম্যারাডোনা

maradonaস্পোর্টস ডেস্ক : অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বরাবর সোচ্চার তিনি। ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও ইউয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির বিপক্ষে আগেও কথা বলেছেন দিয়েগো ম্যারাডোনা। ব্লাটারকে সরাসরি চোরও বলেছেন আর্জেন্টিনার এ কিংবদন্তি ফুটবলার। এবার ভিন্ন কায়দায় তাদের ফের চোর বললেন ম্যারাডোনা। অভিবন এক টি-শার্ট পরে ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। একই ছবিতে দুই ব্যক্তির মুখচ্ছবি। বাঁ দিকে প্লাতিনি ও ডানদিকে ব্লাটের মুখচ্ছবি সংবলিত একটি ছবি ম্যারাডোনার টি-শার্টের বুকের ওপর। তার ওপরে লেখা, ‘দুই চোর’। ম্যারাডোনা দুই গালে দুই আঙুল দিয়ে তাদের দিকে ইঙ্গিত করছেন। নিজের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘২৫ বছর আগেই বলেছিলাম, এই দুজন চোর। এখন আমার সেই কথা প্রমাণিত হলো।’ দুর্নীতির অভিযোগে সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফিফার সাবেক বড় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির এথিক্স কমিটি। এতে এ বছর ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের অংশগ্রহণ অনিশ্চিত। প্লাতিনি ইতিমধ্যে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করবেন তিনি। ব্লাটারও আবেদন করবেন বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া