adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরোধীদলের ৩০০ নেতাকর্মী আটকের পরিকল্পনা

image_54497_0চট্টগ্রাম: সীতাকুণ্ডে চলমান বিরোধী দলের সহিংসতা দমনের কার্যকর উপায় পেয়েছে প্রশাসন। বিরোধী দলের তালিকাভুক্ত তিনশত নেতাকর্মীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদাতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দিয়ে জেলে পুরলেই দমন হবে সব ধরণের সহিংসতা।



প্রশাসনের কর্তাব্যক্তি ও রাজনীতিবিদরা এমন অভিমতই তুলে ধরেছেন ‘সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক জরুরি সভায়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, ‘সীতাকুণ্ডে হরতালের নামে নৈরাজ্য চালিয়ে আসছে বিরোধীদল। তারা গাড়ি ভাঙচুর, টাকা পয়সা ছিনতাই ও পণ্যবাহী-বাস পুড়িয়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে। এই নৈরাজ্য আর চলতে দেয়া যায় না। সীতাকুণ্ড থেকে তালিকাভুক্ত তিন শতাধিক জামায়াত-বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করলেই নৈরাজ্য কমে যাবে।’



এছাড়া তাৎক্ষণিক সহিংসতা দমনে উপজেলায় দুটি র‌্যাব ও আনসারের ক্যাম্প স্থাপন ও সীতাকুণ্ডে সার্বক্ষণিক বিজিবিকে স্ট্যান্ড বাই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।



প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবিএম আবুল কাসেম বলেন, ‘বিএনপি-জামায়াতের লোকজন ২৫ নভেম্বর আওয়ামী লীগের সভায় হামলা করে অনেককে আহত করেছে। তাদের কাছে ৪টি একে-৪৭ সহ অসংখ্য অস্ত্র রয়েছে। এগুলো উদ্ধার ও সাথে সাথে গ্রেফতার করতে হবে।’



সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, ‘৪ লক্ষ লোকের সাথে ৫ হাজার বহিরাগত সন্ত্রাসী জড়িত। তাদেরকে কন্ট্রোল করতে ৪ থেকে ৫’শ আইন শৃংখলা বাহিনীর দ্বারা সম্ভব নয়। প্রয়োজনে গ্রেফতারের সঙ্গে সঙ্গে সাজা দিয়ে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের একটি লাইফ লাইন। এই সড়কটি বন্ধ হলে দৈনিক শত শত কোটি টাকা লোকসান গুনতে হবে রাষ্ট্রকে।’



সীতাকুণ্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ নিজামী বলেন, ‘একতরফা আইনশৃঙ্খলা বৈঠকে কোন ভাল রেজাল্ট আসা করা যায় না। শুধু বিরোধীদল খারাপ করছে এই সমালোচনা করে সমাধান খুঁজে পাবে না সরকারি কর্মকর্তারা।’



চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পুলিশ সুপার একেএম হাফিজ আখতার, বিজিবির ১৮ ব্যাটেলিয়নের পরিচালক মেজর সাব্বির, র‌্যাব-৭ এর উপ-পরিচালক  মেজর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আ ম ম দিলশাদ, ইউপি চেয়ারম্যানগণ, পৌর প্যানেল মেয়র শামীম, বিভিন্নস্তরের সরকারি কর্মকর্তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া