adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে কেড়ে নিলো প্রিয়জন ক্ষোভ দুই নেত্রীর ওপর

image_54486_0ঢাকা: “আজ আমার, কাল অন্যের পরিবারের লোক। এভাবে একের পর এক মানুষ মরছে। আসলে তারা দুজন (শেখ হাসিনা ও খালেদা জিয়া) কী চায়। যে মানুষটির আয়ের ওপর পরিবারের ভরন-পোষণ নির্ভর, কেন এভাবে তাকে মরতে হচ্ছে?”- এমন প্রশ্ন বিধবা হাজেরা বেগমের।



বৃহস্পতিবার সকালে হাজেরার স্বামী আবুল কাশেমের (৫০) মৃত্যু হয়েছে। তিনি হরতালে দুর্বৃত্তদের পেট্রোলবোমায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন।  



ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে থাকে কাশেমের পরিবার। এক শতাংশেরও কম একটি জায়গায় ছোট্ট কুড়ে ঘরে পাঁচ ছেলে-মেয়ে নিয়ে তাদের বসবাস। অন্যের জমি চাষাবাদ করেই সংসার চালাতে হতো কাশেমকে।



বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গের পাশে বসে বিলাপ করছিলেন হাজেরা। তিনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে তার স্বামী বাড়ির পাশের মুন্সিরহাট বাজার থেকে রিকশায় ফিরছিলেন। পথে কে বা কারা পেট্টলবোমা ছুড়ে। এতে তার পুরো শরীর পুড়ে যায়। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার সময় হাজেরা ছিলেন বাবার বাড়িতে। খবর পেয়ে বুধবার ঢাকায় ছুটে আসেন।

 

হাজেরা জানান, তিন ছেলে দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে কাউছার আহমদ একটি ডেন্টাল ক্লিনিকে কাজ করে সামান্য টাকা পায়। মূলত অন্যের জমি চাষাবাদ করেই তার স্বামীকে সংসার চালাতে হতো। এখন কিভাবে পরিবারের খরচ আসবে, তা তিনি জানেন না।



তিনি বলেন, ৩০ বছরের পারিবারিকজীবনে কখনো কাশেমকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখেননি। শুধু ভোটের সময় পছন্দের প্রার্থীকে ভোট দেন।



“ভোটের বাকসা বইয়াইলে তো এবার যাইতাননো বোমের ডরে। ভোটে যে আইয়োক, দেশ সোন্দর চলা দরকার। আমগো তো কোনো লাভ-লস নাই।” – সহিংসতার ভয়ে এভাবেই ভোট কেন্দ্রে না যাওয়ার কথা ব্যক্ত করেন হাজেরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া