adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মওদুদদের মুক্তি না দিলে কর্মসূচি বাড়বে

downloadঢাকা: বিএনপির স্থায়ী কমিঠির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে তাদের মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের পক্ষে যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রাখায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে তিনি জানান।

দলের তিন প্রবীণ নেতাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী আহমেদ বলেছেন, ‘এ মুহূর্তে মুক্তি দিন, না হলে কর্মসূচি বাড়বে। আমাদের প্রতিরোধ প্রচণ্ড রূপ ধারণ করবে।’

তিনি বলেন, ‘৭২ ঘণ্টার ঘোষিত কর্মসূচি থেকে আমরা বিন্দুমাত্র বিচলিত হবো না। হরতাল তীব্র থেকে তীব্রতর হবে। সারাদেশে যেখানে এ সরকারের অনুচররা থাকবে তাদের ঘেরাও করা হবে। যারা এ সরকারকে ঠিকিয়ে রাখতে চাচ্ছে তারা পারবে না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আধিপত্যবাদী শক্তির দোসর হয়ে গেছেন। একতরফা ও প্রহসনের নির্বাচন করার জন্য এবং বিরোধী দলকে মরণকামর দেয়ার জন্য প্রবীণ নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বিরোধী দলের লাশের মিছিল ডিঙিয়ে আবারও ক্ষমতায় যেতে চান।’

এদিকেও প্রেসক্লাব এলাকায় সাদা পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ রয়েছে।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে শুক্রবার রাতে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে দলটির সিনিয়র নেতাদের বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া