adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, ফাইনাল ১৪ নভেম্বর

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ দিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে বদলে গেছে ভেন্যু। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে আসরটি।

মঙ্গলবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে আসর শুরুর দিনক্ষণও। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষে একদিন আগেই বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছিল। এর একদিনের মধ্যেই আইসিসিও চূড়ান্ত করলো।

টুর্নামেন্ট শুরু হবে ১৭ অক্টোবর এবং ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি, শারজা ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে।
বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, করোনা মহামারির জন্য ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হলেও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থাকছে বিসিসিআইয়ের হাতেই। আটটি কোয়ালিফাইং দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের খেলা। দলগুলোকে আরবআমিরাত ও ওমানে খেলার জন্য ভাগ করে দেওয়া হবে। ৪টি দল ‘সুপার টুয়েলভস’ রাউন্ডের যোগ্যতা অর্জন করবে, যেখানে সরাসরি অংশ নেবে আটটি প্রথমসারির দল।

বাংলাদেশকে প্রথম রাউন্ডে খেলতে হবে। যেখানে অন্য দলগুলো হলো- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি। – আইসিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া