adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোনামসজিদ স্থলবন্দর – ৯ মাসে রাজস্ব ঘাটতি ১১৭ কোটি টাকা

ডেস্ক রিপাের্ট : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চলতি অর্থবছরের (২০১৮-১৯) ৯ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এসময় আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৭ কোটি ২ লাখ ৭১ হাজার টাকা।

আয় হয়েছে ২১৯ কোটি ১৫ লাখ ৯৬ হাজার টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ১১৭ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকা। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট নেতারা জানান, দেশের অন্য বন্দরগুলোর মতো আমদানিকৃত পণ্য ছাড়ের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে চললে সোনামসজিদ বন্দরেও রাজস্ব আয় বাড়বে। তারা জানান, স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভেতরে পণ্য ছাড়ের ক্ষেত্রে ত্রুটি, কাস্টমসের শতভাগ রাজস্ব আদায় ও জনবল সংকটের ফলে যথাসময়ে পণ্য ছাড়ে বিলম্ব হয়ে থাকে।

ফলে এই বন্দর দিয়ে অনেকেই পণ্য আমদানি করতে অনীহা প্রকাশ করে। গত মাস থেকে সোনামসজিদ বন্দরে ব্যবসা-বাণিজ্য গতিশীলতা ফিরিয়ে আনার জন্য স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে মার্চ মাস থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি বেড়েছে।

ফলে রাজস্ব আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মেসবাহ জানান। তিনি বলেন, দেশের অন্যান্য বন্দরের মতো সরকারের বিধি বিধান মেনে পণ্য আমদানি ও রাজস্ব আদায় করা হলে সোনামসজিদে রাজস্ব আয় বাড়বে। এ স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানিতে রাজস্ব আয় বেশি হয়, সেগুলো বর্তমানে কিছু কিছু আমদানি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া