adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণব মুখার্জির সঙ্গে স্পিকারের বৈঠক

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ভবনে সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে স্পিকার ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালনসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছে। বিদ্যমান আর্থ-সামাজিক সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো বেশি উপকৃত হবে দুই দেশ।
স্পিকারকে স্বাগত জানিয়ে প্রণব মুখার্জি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
সার্কের প্রসঙ্গ উল্লেখ করে প্রণব মুখার্জি বলেন, সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন সম্ভাবনা পুরোপুরি উন্মোচন করতে পারলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। সার্ক এখন পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া