adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৬০ চলচ্চিত্র শিল্পী সদস্যপদ হারাচ্ছেন

ডেস্ক রিপাের্ট : আগামী ২৮ ফেব্রুয়ারি পূর্ণ সদস্যপদ হারাতে পারেন চলচ্চিত্রের ২৬০ জন শিল্পী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বর্তমানে ৬২৪ জন পূর্ণ সদস্য রয়েছেন। কিন্তু কেন পূর্ণ সদস্যপদ হারাচ্ছেন শিল্পীরা?

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘আমাদের সমিতির সদস্য হতে হলে তাঁকে অবশ্যই পাঁচটি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে হবে এবং মুক্তি পেতে হবে। তারপর তিনি কার্যনির্বাহী কমিটিতে আবেদন করবেন পূর্ণ সদস্যপদের জন্য। আবার আমাদের সমিতির সদস্যকে অবশ্যই পেশাদার শিল্পী হতে হবে। আমাদের সমিতিতে এখন ৬২৪ জন পূর্ণ সদস্য হিসেবে আছেন, তাঁদের মধ্যে ২৬০ জনকে আমরা চিহ্নিত করেছি, যাঁরা শিল্পী হিসেবে আমাদের গঠনতন্ত্রের নিয়মের মধ্যে পড়েন না। যে কারণে আমরা বিষয়টির দিকে নজর দিয়েছি।’

জায়েদ আরো বলেন, ‘আমাদের সম্মানিত সদস্যরা মিশা ভাই ও আমার প্যানেলকে ভোট দিয়ে জয় করেছেন, তার পর থেকে আমরা চেষ্টা করছি সমিতি সুন্দরভাবে পরিচালনা করতে। যেহেতু আমরা মানুষ, তাই আমাদেরও ভুল হতে পারে। আমরা যেন তেমন কোনো ভুল বা ক্ষমতার অপব্যবহার করতে না পারি, সে জন্য আমরা একটি উপদেষ্টা কমিটি করেছি, উনারা যেন আমাদের শাসন করতে পারেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। আমাদের সেই কমিটিতে আছেন সৈয়দ হাসান ইমাম, ফারুক, আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো সিনিয়র শিল্পীরা।’

‘যাঁদের পূর্ণ সদস্যপদ নিয়ে আমাদের কথা আছে, তাঁদের আমরা আগামী ২৮ তারিখ সমিতিতে আসতে বলেছি, আমাদের উপদেষ্টাদের সামনে তাঁদের সঙ্গে কথা হবে। এতে করে কোনো পক্ষপাতিত্ব হওয়ার সুযোগ থাকবে না,’ এমনটাই জানান জায়েদ খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া