adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল- বাংলাদেশ-ফিলিস্তিন লড়াই বুধবার

নিজস্ব প্রতিবেদক : বুধবার (১০ অক্টোবর) কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ফিলিস্তিন। দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে এসেছে ফিলিস্তিন। একটি করে জয়, হারে ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশের সামনে ২০১৫ সালের পর এ প্রতিযোগিতার ফাইনালে ওঠার আরেকটি সুযোগ। দুপুর ২-৩০ মিনিটে খেলা শুরু হবে।

তাজিকিস্তানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা ম্যাচে ফিলিস্তিন দ্বিতীয় গোলটি পেয়েছিল ডিফেন্ডার আব্দুল্লাতিফের নিখুঁত হেডে। রক্ষণাত্মক খেলা নেপালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে একমাত্র গোলটি হেডে করেছিলেন ফরোয়ার্ড খাদেম সালেম।
রক্ষণভাগে থাকা তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, ওয়ালী ফয়সাল, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়ার মধ্যে সবচেয়ে লম্বা বাদশা, ৫ ফুট ১০ ইঞ্চি। তপু লম্বায় ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। গ্রুপ পর্বে লাওসকে হারানো ম্যাচে সেট পিস পরিস্থিতিতে প্রতিপক্ষকে সুযোগ নিতে দেয়নি রক্ষণভাগ। ফিলিপিন্সের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তপুর ভুল ছাড়া বাকিটা সময় রক্ষণভাগ তটস্থ থেকে সামলেছে সব আক্রমণ। কিন্তু শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে বিশেষ করে সেট পিস আটকানো কঠিন হবে বলে মানছেন বাংলাদেশ কোচ জেমি ডে। শিষ্যদের তাই প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দেরকে সেট পিসের সময় কড়া পাহারায় রাখার নির্দেশনা দিচ্ছেন তিনি।

আমি দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত সেট পিসে আমরা (ডিফেন্ডাররা) ভালো করেছি। তবে ফিলিস্তিন ম্যাচ এটা কঠিন হবে। কেননা তাদের দলে কয়েকজন লম্বা খেলোয়াড় আছে যারা সেট পিসের সুযোগ কাজে লাগাতে পারদর্শী।

তাই এ ধরনের পরিস্থিতিতে ওদের কড়া পাহারায় রাখাটা নিশ্চিত করতে হবে আমাদের। চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমাদের আগ্রাসী হতে হবে। ছেলেরা যদি সেটা করতে পারে, তাহলে এর বেশি কিছু আমি তাদের কাছে চাইব না। এ পর্যন্ত যেহেতু আমরা সেট পিসে ভালো করেছি, আশা করি আমরা সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারব।

অধিনায়ক জামাল ভূইয়াও চিন্তিত প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দের নিয়ে। সতীর্থদের প্রতি তার আহ্বান ‘ছোট ছোট কৌশল’ কাজে লাগিয়ে সেট পিস পরিস্থিতি সামাল দেওয়ার। অবশ্য ছোট ছোট কৌশলগুলোর প্রশ্নে মুখে ছিপি তার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া