adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানে ইসলামি উৎসবে ছুটির প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ইসলাম ধর্মের উৎসব বা বিশেষ দিনগুলোতে ছুটির প্রস্তাব তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷ যদিও এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে কট্টর ডানপন্থি দল এএফডি৷

মুসলমানদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে ছুটির প্রস্তাব বৈপ্লবিক সিদ্ধান্ত মনে হলেও দেশের কয়েকটি রাজ্যে এ ব্যবস্থা আগে থেকেই বহাল রয়েছে৷ ‘একটি দেশের যেসব জায়গায় মুসলমানদের সংখ্যা বেশি, সেখানে তাদের ধর্মীয় উৎসবে ছুটি দেয়া যেতেই পারে, তাই নয় কি!’ এমনটাই প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমিজিয়ের-এর৷ তবে তাঁর এই প্রস্তাবে আবারও বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে৷

স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবে নিজের দল খ্রিস্ট্রীয় গণতন্ত্রী ইউনিয়ন বা সিডিইউ-এর রাজনীতিবিদদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ কেননা এবারের নির্বাচনে দলটির ভোট হারানোর পেছনে অন্যতম কারণ হিসেবে মুসলিমদের প্রতি সদয় ভাবকেই দায়ী করা হচ্ছে, যা তাদের রক্ষণশীল ভাবধারার একেবারে বিপরীত৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে যে যুক্তি তুলে ধরেছেন তা অগ্রাহ্য করার কোনো কারণ নেই৷ তিনি বলেছেন, ‘১ নভেম্বর ‘অল সোল'স ডে' বা সর্ব আত্মা দিবস পালন করা হয় মৃত ব্যক্তিদের স্মরণে, এটা কেবল সেসব অঞ্চলেই হয় যেখানে ক্যাথলিকরা বাস করেন৷’

লোয়ার স্যাক্সনিতে সিডিইউ দলের চেয়ারম্যান বার্নড আলথুসমান এই প্রস্তাব অনুমোদনের বিপক্ষে মত দিয়েছে৷ তিনি বললেন, ‘জার্মানিতে বিভিন্ন দিবসে ছুটি দেয়াটা দীর্ঘদিনের প্রথা৷ কিন্তু সেটা নির্দিষ্টি কয়েকটি দিনের, যা যুগ যুগ ধরে চলে আসছে৷ তাই এটা পরিবর্তনের আমি কোনো দরকার দেখছি না৷’

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডি-র শীর্ষ রাজনীতিবিদ বেট্রিক্স ফন স্ট্রর্চ টুইটে লিখেছেন, ‘না! না! না! মুসলিমদের ছুটির দিন বিবেচনা করার আগেই দেশে ছুটির দিনগুলো নিয়ে একটি আইন করার আহ্বান জানানো হোক৷'

মুসলামদের কেন্দ্রীয় কাউন্সিল এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছে৷ কাউন্সিলের চেয়ারম্যান আয়মান মাজিক বলেছে, ‘এ ধরনের উৎসবের দিনকে স্বীকৃতি দিলে তা বিভিন্ন ধর্মের সঙ্গে সম্প্রীতি বাড়াতে সহায়ক হবে৷ কেননা রমজানের শেষে একজন মুসলিম পুলিশ কর্মকর্তা যখন ঈদের দিন ছুটি চাইবেন, সেদিন যেন খ্রিষ্টান ধর্মের অনুসারী তাঁর সহকর্মী উপলব্ধি করতে পারেন যে বড়দিন বা ক্রিসমাসের সময় তাঁরা যে কারণে ছুটি পান, সে কারণেই এই ছুটিটা তাঁকে দেয়া হচ্ছে৷ এই ছুটির অনুমোদন হলে প্রত্যেকটি ধর্মের মানুষের মধ্যে এই বোধটা জন্মাবে৷’

জার্মানিতে কয়েকটি রাজ্যে মুসলমানদের উৎসবের দিনগুলোতে ছুটি এরই মধ্যে প্রচলন হয়েছে৷ বার্লিন, হামবুর্গ এবং ব্রেমেনে মুসলিম শিক্ষার্থীরা মুসলমানদের ধর্মীয় উৎসব বা বিশেষ ধর্মীয় দিনগুলোতে ছুটি নিতে পারেন৷ আর যারা বিভিন্ন পেশায় কর্মরত আছেন তাদের সুযোগ রয়েছে, কাজ চলাকালীন মসজিদে গিয়ে নামাজ পড়ার৷ বিশেষ করে বার্লিনে রমজান এবং ঈদ উল-আজহায় মুসলমানদের এই অধিকার নিশ্চিত করা হয়েছে৷ জার্মানিতে ছুটির দিনগুলো এক এক রাজ্যে এক একদিন৷ বিশেষ কিছু ছুটি আছে যেগুলো কেবল কয়েকটি রাজ্যের জন্য প্রযোজ্য৷ পুরো দেশে ন'টি সরকারি ছুটির দিন রয়েছে৷ তবে কেবল ৩ অক্টোবর পুনরেকত্রীকরণ দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হয়৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া