adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়লাে বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করল বাহরাইন। জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি দলের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দু’দেশ চুক্তি স্বাক্ষর করেছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছিল। ফিলিস্তিনের সঙ্গে দ্বন্দ্ব মিটে না যাওয়া পর্যন্ত আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়ে আসছিল।

তবে সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান এবং বাহরাইন ইসরায়েলকে স্বীকৃত দিল। এ ঘটনাকে পেছনে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে ফিলিস্তিন।

সৌদি আরব অবশ্য এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটেনি। এ ব্যাপারে এখন পর্যন্ত আসা আহ্বান বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন সৌদি নেতারা।

তবে সৌদি আরবের মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তৈরি হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ফিলিস্তিনি নেতারা ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর চুক্তির নিন্দা জানিয়েছেন। গত মাসে এই চুক্তির ঘোষণা দেওয়াও সময়ই বাহরাইন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ফিলিস্তিন। সূত্র : বিবিসি, আল-জাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া