adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের কিংদাও শহরে ৫ দিনে ৯০ লাখ মানুষের করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কিংদাও শহরে সম্প্রতি করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় শহরের ৯০ লাখ বাসিন্দা সবার করোনা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

শহরটির ওই বিশাল জনসংখ্যার নমুনা পরীক্ষা করা হবে মাত্র পাঁচ দিনের মধ্যেই। খবর বিবিসির।

ওই শহরের স্থানীয় একটি হাসপাতাল ডজনখানেক নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও সেখানকার বেশিরভাগ রোগীই বহিরাগত।

অর্থাৎ তারা চীনের বাইরে অন্য কোনো দেশ থেকে এসেছেন। এর আগে গত মে মাসে পুরো উহান শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করেছে চীন। সেই সময় মাত্র ১০ দিনে ১ কোটি ১০ লাখ মানুষের দেহে করোনার পরীক্ষা করা হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেইপ্রদেশের উহান শহরেই প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

চীনেই প্রথম করোনার প্রকোপ ছড়িয়ে পড়লেও গত কয়েক মাসের প্রচেষ্টায় দেশটি করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু বিশ্বের অনেক দেশই এখন করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।

কিংদাও শহরের স্বাস্থ্য কমিশন এক বিবৃতে জানিয়েছে, সম্প্রতি ওই শহরে ছয়জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ছয়জন উপসর্গহীন রোগী পাওয়া গেছে। এসব কেস একই হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত। সে কারণে গণহারে পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন কর্তৃপক্ষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া